দোয়া কুনুত মুখস্থ না থাকলে কি করবেন? দোয়া কুনুত ভুলে গেলে কি করবেন? Dua ...







দোয়া কুনুত পড়া ভুলে গেলে। দোয়া কুনুত মুখস্থ না থাকলে
আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন বিতির নামাজে দোয়া কুনুত পড়তে
ভুলে গেলে, কিংবা দোয়া কুনুত মুখস্থ না থাকলে কি করব? দোয়া কুনুত মুখস্থ না থাকলে অন্য
কোন দোয়া পড়া যাবে কিনা? কোন দোয়া পড়তে পারব?

মাসায়ালা হল বিতর নামাজে যে কোন দোয়া পড়া ওয়াজিব, আর দোয়ায়ে
কুনুত পড়া সুন্নতে মুয়াক্কাদা, এখন কেহ যদি দোয়া কুনুত মুখস্থ থাকা অবস্থায় অন্য দোয়া
পড়ে তাহলে ওয়াজিব আদায় হবে তবে নিয়মিত এমন করা উচিত নয়।

আর কেহ যদি ইচ্ছাকৃত দোয়া কুনুত না পড়ে তাহলে নামাজ পুনরায়
আাদায় করতেহবে।

আর যদি ভুলে দোয়া কুনুত পড়া ছুটে যায় তাহলে সাজদায়ে সাহব দিলে
হয়ে যাবে।
আর দোয়া কুনুত যেহেতু পড়া সুন্নতে মুয়াক্কাদাহ তাই এটি শেখার
চেষ্টা করতে হবে এখন কারো যদি দোয়া কুনুত মুখস্থ না থাকে তাহলে গুনাহ ক্ষমা চাওয়া ছোট
কোন দোয়া পড়তে পারেন তবে সহজ হল ৩ বার (রাব্বিগফিরলি রাব্বিগফিরলি রাব্বিগফিরলি) বলা
যার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন,  এভাবে
পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.