শরীরে হাতে তিল থাকলে কি হয়
তিলের রহস্য, শরীরে লাকি তিল কোনটি, হাতে তিল থাকার উপকারিতা What Moles Say about Your Personality
প্রিয় দশক আজ বলব হাতে তিল থাকলে তার উপকারিতা
কি? শরীরের কোন তিল সৌভাগ্যের প্রতিক এবং এর রহস্য।
দাওয়াতে ইসলামীর আমির কে প্রশ্ন করা হল হাতে
তিল থাকলে এর মতলব কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার হাতে ও হাতের পিছে ৪/৫টি
তিল আছে। তিনি আরো বলেন মাওলানা ফয়েজ আহমদ ওয়েছি সাহেব তিলের ব্যপারে সম্পূণ একটি ছোট
কিতাব লিখেছেন, সেখানে হাতে তিল হওয়ার ব্যপারে তিনি লিখেন- যার হাতে তিল হবে তিনি খুবই
সম্মানিত ও প্রতিভাশালী লোক হবেন। যার হাতে তিল থাকে এমন লোক সম্পদ শালী, সম্মানের
মালিক ও প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে থাকেন।
এরপর তিনি দোয়া করে বলেন আল্লাহ দুনিয়া ও আখেরাতে
সম্মান দানকরুন। আমিরে দাওয়াতে ইসলামী আরো বলেন আমি সবচেয়ে বড় ধনী লোক, তবে আমার ধন
সম্পদ জমা করার কোন শখ নাই এবং আমার এটাও আশা নাই যে কেহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে
দিক, আমি শুধু নিজেকে ধনী এই জন্য বলছি যাতে আল্লাহর শোকরকারী পরিগনিত হই। তিনি আরো
বলেন প্রকৃত মালদার সে ব্যক্তি যার যে সম্পদ আছে তাতেই সে সন্তুষ্ট থাকে, আমিও এমন
এক ব্যক্তি যদিও আমার কোন ব্যাংক ব্যালেন্স নাই কিন্তু আমি আল্লাহ আমাকে যা দিয়েছেন
তাতেই সন্তুষ্ট সে হিসেবে আমি ধনী, এটাই আসল সম্পদশালীর প্রমাণ। কিন্তু একজন লোক যদি
প্রচুর সম্পদের মালিক হওয়ার পরও আরো সম্পদ এর লোভ করে (হাল মিম মজিদ, হাল মিম মাজিদ)
জপতে থাকে তাহলে সে যতই ধনী হউক মুলত সে ধনী বা প্রকৃত সম্পদশালী নয়।
কোন মন্তব্য নেই