রাতে শোবার আগে ৭টি কাজ ভুলেও করবেন না্

 রাতে শোবার আগে ৭টি কাজ ভুলেও করবেন না্

আল্লাহ ও ফেরেশতাদের লানতপ্রাপ্ত ৭ শ্রেণীর লোক


এক লোক হযরত আলী (রাঃ) এর কাছে এসে আরজ করতে লাগলেন হে আলী আমি প্রচুর মেহনত করি কিন্তু এই মেহনতের কোন প্রতিফল পাই না, আমার প্রতিটি দিন পেরেশানিতে কাটে। তখন হযরত আলী (রাঃ) বললেন হে আল্লাহর বান্দা তোমার চেহেরা দেখে মনে হচ্ছে তুমি ঘুম থেকে উঠার পর ফেরেশতাদের লানত নিয়ে উঠ। আর সে লানতের কারনে তোমার কাজ বিগড়ে যায়। তখন সে প্রশ্ন করল হে আলী ফেরেশতারা আমাকে কেন লানত করে?

১। বুখারী ৩৫০৮- হযরত আলী (রাঃ) হতে বর্ণিত কেহ নিজের পিতা ব্যতীত অন্য কারো দিকে নিজের পিতা নিসবত করল, (অর্থ্যাৎ নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পিতা বলে পরিচয় দিল) তার উপর আল্লাহ তায়ালা সকল ফেরেশতা এবং সকল লোকে লানত করে।

এ ছাড়া হাদীস শরীফে আছে এমন কিছু লোক আছেন যাদেরকে আল্লাহ ফেরেশতা এবং সমস্ত লোক লানত করেন তারা হলেন

২) মুজামুল কবির -১২৭০৯। যারা সাহাবাকেরামের সমালোচনা করে, সাহাবাদের ব্যপারে মন্দ কথা বলে তাদের উপর আল্লাহ ও তাঁর ফেরেশতারা এবং সমস্ত লানতকারীগন লানত করেন।

৩। বুখারী ১৮৭৭- যারা মদিনা বাসীদের কষ্ট দেয় মদিনা বাসিদের উপর জুলুমকরে।তাদের উপর আল্লাহ ও তাঁর ফেরেশতারা এবং সমস্ত লোক লানত করেন এবং কেয়ামতের দিন তাদের কোন নফল এবাদত কবুল হবে না তাদের কোন ফরয এবাদত কবুল হবে না।

৪। মুসলিম শরীফের ১০১০ নং হাদীস যারা আল্লাহর রাস্তায় খরচ করা থেকে বিরত থাকে তাদের উপরও ফেরেশতারা লানত করে

৫। মুসতাদরাক হাকেম এর ১৯ নং হাদীসে ৩ ধরনের লোকের কথা বলা হয়েছে যাদেরকে আল্লাহ ও তার ফেরেশতারা লানত করে তারা হলেন পিতা মাতার নাফরমান, নবীর নাম শুনে যে দরুদ পাঠ করে না এবং যারা রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাতে পাল না।

৬।মুসলিম ২৬১৬। মুসলমানদের প্রতি কোন হাতিয়ার দ্বারা ইশারা কারীর উপরও আল্লাহ ও তার ফেরেশতারা লানত করেন।

৭। মুসলিম-৮৩০। যে সব মহিলা স্বামীর আহ্বানে সাড়া দেয়না তাদের উপরও ফেরেশতারা লানত করেন।

সুতরাং পিতার পরিচয় গোপন করা, সাহাবাদের মন্দ বলা, মদীনা বাসীদের উপর জুলুম করা, আল্লাহর রাস্তায় খরচ না করা, দরুদ না পড়া, মা বাবার নাফরমানি করা, রমজান মাসে গুনাহ মাফ না চাওয়া, মুসলমান ভায়ের দিকে হাদিয়ার তাক করা, মহিলারা স্বামীর ডাকে সাড়া না দিয়ে আল্লাহ ও ফেরেশতা এবং সমস্ত লানত কারী দের লানত বষিত হবে ফলে মানুষ সব ধরনের না বরকতী বিপদ আপদ পেরেশানিতে গ্রেফতার হবে।

তাছাড়া স্বাস্থ্য বিজ্ঞানিরা বলেন ঘুমানোর আগে ৭টি জিনিষ ব্যবহার করা বিপদজ্জনক

(১) তেল চর্বি জাতিয় ও ফাস্টফুড জাতিয় খাবার

(২) চা কফি (৩) মিন্ট ফ্লেভার বিশিষ্ট তুথ পেস্ট সাধারণ পেষ্ট ব্যবহার করবেন।

(৪)সিগারেট (৫)ঠান্ডা পানিতে গোসল করা উচিত নং বরয় হালকা গরম পানিতে গোসল করা উচিত (৬) শুয়ে শুয়ে টিভি দেখা (৭) শুয়ে শুয়ে মোবাইল চালনা।

টিভি ও মোবাইল দেখার ধর্মীয় অপকারিতাও আছে যেমন-

ধরুন আপনি মুভি দেখে দেখে কিংবা মোবাইলে কোন অশ্লিল দৃশ্য দেখে দেখে ঘুমিয়ে গেলেন আর এই ঘুমেই আপনার মৃত্যু হল তাহলে আপনার শেষ পরিণতিটা কি হবে? অথচ হাদীস শরীফে আছে (ইন্নামাল আমালু বিল খাওয়াতিম) অথ্যাৎ প্রত্যেকের জীবনের শেষ আমলই নির্ভরযোগ্য অথ্যাৎ শেষ ভালো যার সব ভালো তার।

যেসব কাজ ঘুমের ব্যঘাত সৃষ্টি করে, তা ফজরের নামাজের ব্যঘাত ঘটায়, রাতে যারা দোয়া দরুদ ও মাসনুন তরিকায় অজু করে দোয়াসমুহ পড়ে ঘুমাতে যায়না তাদের হায়াত ও রিযিক থেকেও বরকত উঠে যায়। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.