সফলতার দোয়া Dua for success

 সফলতার দোয়া Dua for success


সম্মানিত শ্রোতা মন্ডলী, আজ হাদীস শরীফ থেকে প্রিয় নবী করিম (দঃ) এর একটি মাসনুন দোয়া আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যে দোয়াটি
তিরমিযি শরীফের ৩৪৮২
আবু দাউদ শরীফের ১৫৪৯
নাসাঈ শরীফের ৫৪৭০
মসনদে আহমদের ৬৫৬১ নং
এবং মুসলিম শরীফে ১৪৭৯ নং
যে দোয়াটি প্রিয় নবী করিম (দঃ) পাঠ করতেন।এই দোয়াটি যদি আপনি পড়ে নেন তাহলে সব সফলতা আপনার কাছে ধরা দিবে।
আপনি দিনের শুরুতে অথবা কোন কাজে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে বের হউন। ইনশা আল্লাহ আপনার মকসদ পুরা হবে। আপনার ইচ্ছা আশা পুরণ হবে।

দোয়াটি হল - আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ইলমিন লা এয়ানফাউ। ওয়ামিন কালবিন লা এয়াখশাউ। ওয়ামিন নাফসিন লা তাশবাউ।ওয়ামিন দাওয়াতিন লা ইউছতাজাবু লাহা।

অর্থ্যাৎ- হে আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকার দেয়না। এমন অন্তর থেকে আশ্রয় চাই যে অন্তর বিনয়ী হয়না। এমন মন থেকে আশ্রয় চাই যে মন পরিতৃপ্ত হয়না। এমন দোয়া থেকে আশ্রয় চাই যে দোয়া কবুল হয়না।
দেখুন দোয়াটি কত সুন্দর অর্থবহ।


মুসলিম শরীফের হাদীস হযরত জায়েদ বিন আরকাম (রাঃ) বয়ান করেন নবী করিম (দঃ) এই দোয়াটি পাঠ করতেন।

15/1479- وَعَنْ زَيْدِ بنِ أَرْقَم ، قَالَ: كَانَ رَسُولُ اللَّه ﷺ يقَولُ: اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، والبُخْلِ وَالهَرم، وعَذَاب الْقَبْر، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ ولِيُّهَا وَموْلاَهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلمٍ لا يَنْفَعُ، ومِنْ قَلْبٍ لاَ يخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشبَعُ، ومِنْ دَعْوةٍ لا يُسْتجابُ لهَا رواهُ مُسْلِمٌ.

দোয়াটি হল - আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল হারাম, ওয়া আজাবিল কাবরি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, ওয়া যাক্কিহা আনতা খাইরু মান যাক্কাহা, আনতা অলিয়্যূহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ইলমিন লা এয়ানফাউ। ওয়ামিন কালবিন লা এয়াখশাউ। ওয়ামিন নাফসিন লা তাশবাউ।ওয়ামিন দাওয়াতিন লা ইউছতাজাবু লাহা।
"হে আল্লাহ! আমি আপনার কছে আশ্রয় চাই, অক্ষমতা, অলসতা, কাপুরষতা, কৃপণতা, বার্ধক্য এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ! আমার নফসে (অন্তর) তাকওয়া দান করুন এবং একে পরিশুদ্ধ করে দিন। আপনি একে সর্বোত্তম পরিশোধনকারী, আপনিই এর মালিক ও এর অভিবাবক। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অনুপকারী ইলম থেকে ও ভয় ভীতিহীন কলব থেকে; অতৃপ্ত নফস থেকে ও এমন দুআ থেকে যা কবুল হয় না।"

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.