হযরত ওমর (রাঃ) এর কারামতসমুহ

 

হযরত ওমর (রাঃ) এর কারামতসমুহ


কারামত-১: ২টি বাঘ: তসফীরে কবীর ৭ম খন্ডে ৪৩৩ পৃ. এক ব্যক্তি হযরত ওমর (রাঃ) কে একাকী পেয়ে হত্যা করতে আক্রমন করতে চাইলে সামনে ২টি বাঘ দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠল এবং হযরত ওমর জেগে গেলেন আর সে লোক হযরত ওমর (রাঃ) কে সব ঘটনা বললেন এবং ইসলাম কবুল করে নিলেন।

২।কারামত-২ মৃতের সাথে কথা বলা: তারিখে দামেশক লি ইবনে আসাকির ৪৫ তম খন্ডের ৪৫০ পৃষ্ঠায়  উল্লেখ আছে একদিন হযরত ওমর (রাঃ) এক নেককার যুবকের কবরে গিয়ে ডাক দিয়ে বলেন হে যুবক আল্লাহ কুরানে বলেছেন (ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান) যে ব্যক্তি আপন রবের সামনে দন্ডায়মান হতে ভয় পায় তার জন্য ২টি জান্নাত।

হে যুবক তোমার কি অবস্থা বল? কবর থেকে আওয়াজ আসল ( কাদ আতানিহিমা রাব্বি ফিল জান্নাহ) আমার রব সে দুটি জান্নাতই আমাকে দান করেছেন।

৩। কারামত-৩ নীল নদে চিঠি: আল আযমাতু লি আবি শায়খ আল আছবাহানি ৩১৮ পৃ ৯৪০ নং হাদীস মিশরের নীল নদে কুমারি বলি না দিলে নদীর পানি প্রবাহিত হত না, মিশরের গভনর হযরত আমর বিন আস এই বিষয়টি খলিফা ওমর (রাঃ) কে জানালেন হযরত ওমর (রাঃ) নীল নদকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন সে চিঠি নীল নদে রাখার সাথে সাথে নীল নদ আগের মত প্রবাহিত হতে শুরু হয়ে গেল। কুমারি বলি দেয়ার প্রথা বন্ধ হয়ে গেল।

৪। সারিয়ার ঘটনা-দালালেলুল নবুয়াত লিল বায়হাকি ৬ষ্ঠ খন্ড ৩৭০ পৃ বর্ণিত ঘটনা- মদিনা থেকে শত শত মাইল দুরে নাহাওয়ান্দ নামক জায়গায় যুদ্ধ পরিোলনা করছিল হযরত সারিয়া এদিকে মসজিদে নববীতে জুমার খুতবা দেয়ার সময় হযরত ওমর (রাঃ) ডাক দেলন (িএয়া সারিয়া আল জাবাল) এই ডাক শুনলেন হযরত সারিয়া এবং তিনি সাথে সাথে পাহাড়ের দিকে পিট করে শত্রুর সামনে দাঁড়িয়ে গেলেন এবং সে যুদ্ধে বিজয়ী হলেন,

এ ঘটনায় বুঝা যায় আল্লাহর দেয়া শক্তিতে আল্লাহর প্রিয় বান্দারা দুরের জিনিষও দেখতে পান।

যদি হযরত সুলায়মান (আঃ) এর সাহাবী আসেফ বিন বরখিয়া পারে নবীদের সরদার এর সাহাবী কেন পারবেন না?   

৫।বুখারী শরীফের ১৩৯০ নং হাদীস- খলিফা অলিদ বিন আবদুল মালিকের শাসনামলে যখন রওজা ধসে গেল, তখন সেটা সংস্কারের কাজ করা অবস্থায় একটি পা বাহিলে প্রকাশি পেল সকলে ভয় পেয়ে গেল। সকলে বলল এটা রাসুলে পাকের পা কিন্তু হযরত ওরওয়া বিন যুবাইর (রাঃ) বললেন আল্লাহর কসম এটি হযরত ওমরের পা। (এটা এমন পা যেন জীবিত মানুষের পা) সুবহানাল্লাহ!

 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.