জীবনে উন্নতি করার জন্য ১টি অভ্যাসই যথেষ্ট A Single Habit That Can Change...





জীবনে উন্নতি করার জন্য ১টি অভ্যাসই
যথেষ্ট
A
Single Habit That Can Change Your Life 


হতাশ লোক ২টি
জিনিষের খুবই নিকটবর্তী হয়। (১) কুফরের (২) মানসিক রোগের। যে বান্দা হতাশ বা নিরাশ
তারা সহজেই কুফুরিতে ও মানসিক রোগে লিপ্ত হয়ে যায়। আমাদের আশে পাশে অসংখ্য লোক পাবেন
যারা বলবে কিছুই হবে না, কিছুই বদলাবে না, এ ধরনের লোক যে সব পরিবেশে বেশী থাকবে সে
সব জায়গায় কেহ কৃতজ্ঞ হয় না, কারন তাদের সে রকম মানসিকতা সৃষ্টি হয়না।
মনে রাখবেন এ
ধরনের হতাশা ও নিরাশা ভাইরাসের মত একজন থেকে অন্যের কাছে ছড়িয়ে পরে। আপনার আশে পাশে
যদি সবাই অকৃতজ্ঞ হতাশাগ্রস্থ লোক হয় তাহলে টেনশন নিবেন না আপনিও অতি সহসাত নাশোকর
বান্দায় পরিণত হয়ে যাবেন।
আর আপনার আশে
পাশের সব লোক যদি শোকর গুজার বান্দা হয় তাহলে অবশ্যই আপনিও একজন কৃতজ্ঞ বান্দায় পরিণত
হবেন। সে জন্য সৎসঙ্গ ও ভালো মানুষের ছোহবত খুবই জরুরী।
আপনার ভালো চিন্তা,
ভালো ভাবনা পজেটিভ চিন্তা করা এটাও একটা নেয়ামত।
আপনি কিছু একটা
প্লান করেছেন কিন্তু তা ভেস্তে গেল আর কান্না আরম্ভ করে দিলেন, হতাশ হয়ে গেলেন, আপনি
জানেন না কুদরত আপনার প্লানের চাইতেও হাজার গুন সেরা প্লান বানিয়ে রেখেছেন, তাই হতাশ
না হয়ে কুদরতী প্লানের দিকে খুশি খুশি যান তাতে অবশ্যই আপনার মঙ্গল হবে।
আর যে দুঃখ আপনাকে
জাগিয়ে তুলে, যে বিপদ আপনাকে সঠিক পথ দেখায়, যে দুঃখ আপনাকে আল্লাহর নিকট করে দেয়,
যে মসিবত আপনাকে ধৈর্য্য ধারন করতে শিখায় সে দুঃখেরও শোকরিয়া আদায় করুন।
যে জিনিষ আপনার
অপছন্দ কিন্তু আপনি তা পেয়েছেন মনে রাখবেন তা মুলত আল্লাহর পছন্দ। যা আল্লাহ আপনার
জন্য সিলেক্ট করেছেন। তাতেই আপনার জন্য কল্যান। সে জন্য তাতে খুশি হয়ে যান।
মনে রাখবেন যে
লোক আপনার প্রতি জ্বলে, আপনার উন্নতিতে হিংসা করে, তারপরও যদি আপনি সে হিংসুকের প্রতি
শোকর করেন, তাহলে নিশ্চিত আপনি আরো উন্নতি করবেন আর সে পিছেই পড়ে থাকবে। সে জন্য এমন
মন মানসিকতা আমাদের তৈরী করতে হবে। মানুষের অপরাধ ক্ষমা করা শিখতে হবে, কেহ কষ্ট দিলে
প্রতিশোধ পরায়ন না হয়ে তাঁকে ক্ষমা করা শিখুন দেখবেন দুনিয়ার সব শান্তির পরশ আপনার
হৃদয় ছুয়ে গেছে।

কখনো কখনো চোখ
বন্ধ করে ভাবুন আপনার উপর আল্লাহর কতগুলি দয়া রহমত আছে। যখন আল্লাহর সব নেয়ামত চোখের
সামনে আসবে তখন আপনা আপনিই বলে উঠবেন আল্লাহ তোমার লাখো শোকর।
আল্লাহ মানুষের
প্রতি খুবই দয়াবান কিন্তু মানুষ নাশোকর। আপনার ঘর আছে গাড়ি আছে বাড়ী আছে বিবি বাচ্চা
আছে সবকিছু থাকা সত্বেও আপনি নাখোশ কারন আপনি নাশোকর, অকৃতজ্ঞ। আর কৃতজ্ঞতার দ্বারা
আপনি ডাইরেক্ট চলে যাবেন খুশির দিকে। আপনার গাড়ি নাই, ঘর ছোট, সন্তান নাই কিন্তু শোকর
আছে এই একটি জিনিষই আপনাকে খুশি রাখবে, হতাশমুক্ত রাখবে, একজন সুখি মানুষ বানাবে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.