১৩টি কারনে ঘর থেকে, হায়াত থেকে, রিজিক ও ধন দৌলত থেকে এমনকি জীবনের সকল স্তর থেকে বরকত উঠে যায়
১৩টি কারনে ঘর থেকে, হায়াত থেকে, রিজিক ও ধন দৌলত থেকে এমনকি জীবনের সকল স্তর থেকে বরকত উঠে যায়
১। আল্লাহর শোকর না করলে, আল্লাহর নাশোকরী করলে
২। সব সময় অন্যের মুখাপেক্ষি হয়ে থাকলে, অন্যের
কাছে যাঞ্চা করলে, হাত পাতলে।
৩। মিথ্যা কথা বললে, যদি ব্যবসায় মিথ্যা বলেন
তাহলে ব্যবসাথেকে বরকত চলে যাবে, তাছাড়া অন্য যে কোন সময় মিথ্যা বললে হায়াত ও রিজিক
থেকে বরকত চলে যাবে।
৪। পরহেযগারীতা কিংবা তাকওয়া তথা আল্লাহকে ভয়
না করলে
৫। নামাজ না পড়লে এবং পরিবারের লোকদের নামাজের
জন্য তাগাদা না দিলে
৬। যে কোন কাজ করার পূর্বে বিসমিল্লাহ না বললে
৭। কুরআন না পড়লে কিংবা কুরআনের সাথে সম্পর্ক
না রাখলে।
৮। গরীব মিসকিন অসহায় মানুষকে সাহায্য সহযোগীতা
না করলে এবং আল্লাহর রাস্তায় সাধ্যমত খরচ না করলে বিশেষ করে ফরয যাকাত না দিলে।
৯। আত্মীয় স্বজনের সাথে রুঢ় আচরন করলে, তাদের
সাথে সম্পক ছিন্ন করলে, বিশেষ করে মা বাবা ভাই বোন সন্তান সন্ততির সাথে সম্পক না রাখলে।
১০। যে কোন কাজ সকাল সকাল শুরু না করলে, সকালে
দেরীতে ঘুম থেকে উঠলে।
১১। আল্লার উপর পূণ ভরসা না করলে।
১২। গুনাহের কাজ হয়ে গেলে তওবা না করলে।
কোন মন্তব্য নেই