স্ত্রীকে বোন বলে ডাকলে বিয়ে কি ভঙ্গ হয়ে যাবে? Islamic Question and answer
স্ত্রীকে বোন বলে ডাকলে বিয়ে কি ভেঙ্গে যায়?
যদি স্বামী স্ত্রীকে বলে তোমার পিট আমার বোনের পিটের মত, বোনের
যে সব অঙ্গের দিকে তাকানো ভায়ের জন্য হারাম, যদি স্বামী তার স্ত্রীকে বোনের সে সব অঙ্গের
সাথে তুলনা করে, যেমন স্ত্রীকে বলল তোমার কোমর আমার বোনের কোমরের মত, তোমার পেট আমার
বোনের পেটের মত, তাহলে এটা যিহার হয়ে যাবে। এবং এর দ্বারা সাময়িকভাবে স্ত্রী স্বামীর
জন্য হারাম হয়ে যাবে।
যে সব অঙ্গের দিকে তাকানো ভায়ের জন্য হারাম, যদি স্বামী তার স্ত্রীকে বোনের সে সব অঙ্গের
সাথে তুলনা করে, যেমন স্ত্রীকে বলল তোমার কোমর আমার বোনের কোমরের মত, তোমার পেট আমার
বোনের পেটের মত, তাহলে এটা যিহার হয়ে যাবে। এবং এর দ্বারা সাময়িকভাবে স্ত্রী স্বামীর
জন্য হারাম হয়ে যাবে।
তবে কাফফারা দিলে
স্ত্রী আবার হালাল হয়ে যাবে। আর যিহারের কাফফারা হল যা রোজার কাফফারা তাই যিহারের কাফফারা।
আর তা হল ৬০ টি লাগাতার রোযা রাখতে হবে, অথবা ৬০ জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। তাহলে
স্ত্রী পুনরায় হালাল হবে।
স্ত্রী আবার হালাল হয়ে যাবে। আর যিহারের কাফফারা হল যা রোজার কাফফারা তাই যিহারের কাফফারা।
আর তা হল ৬০ টি লাগাতার রোযা রাখতে হবে, অথবা ৬০ জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। তাহলে
স্ত্রী পুনরায় হালাল হবে।
এখন ধরুন একজন
লোক তার খালাতো বোন বা চাচাতো বোনকে বিয়ে করল আর বিয়ের আগে সে তার স্ত্রীকে বোন বলে
ডাকত, এখন বিয়ের পর যদিও বোন ডাকা উচিত নয় কিন্তু কখনো যদি মুখ ফসকে স্ত্রীকে বোন ডেকে
ফেলে যেহেতু এতে তুলনা করা উদ্দেশ্য নয় তাই কোন দোষের কিছু নাই।
লোক তার খালাতো বোন বা চাচাতো বোনকে বিয়ে করল আর বিয়ের আগে সে তার স্ত্রীকে বোন বলে
ডাকত, এখন বিয়ের পর যদিও বোন ডাকা উচিত নয় কিন্তু কখনো যদি মুখ ফসকে স্ত্রীকে বোন ডেকে
ফেলে যেহেতু এতে তুলনা করা উদ্দেশ্য নয় তাই কোন দোষের কিছু নাই।
আর যদি ইচ্ছাকৃত
বোন ডেকে ফেলে এবং তাতেও তুলনা করা উদ্দেশ্য না থাকে তাহলে শুধু মাকরুহে তানজিহি হবে,
অথ্যাৎ হালকা মকরুহ। এতে বিয়েতে কোন এফেক্ট পরবে না। তবে স্বামী যদি যিহারের নিয়তে
স্ত্রীকে ইচ্ছাকৃত বোন ডাকে তাহলে স্ত্রী হারাম হবে, এবং যতক্ষন কাফফারা আদায় করবে
না ততক্ষন সে স্ত্রী তার জন্য হালাল হবে না।
বোন ডেকে ফেলে এবং তাতেও তুলনা করা উদ্দেশ্য না থাকে তাহলে শুধু মাকরুহে তানজিহি হবে,
অথ্যাৎ হালকা মকরুহ। এতে বিয়েতে কোন এফেক্ট পরবে না। তবে স্বামী যদি যিহারের নিয়তে
স্ত্রীকে ইচ্ছাকৃত বোন ডাকে তাহলে স্ত্রী হারাম হবে, এবং যতক্ষন কাফফারা আদায় করবে
না ততক্ষন সে স্ত্রী তার জন্য হালাল হবে না।
কোন মন্তব্য নেই