মানুষের শরীরে পোকা কেন হয়? হযরত আলী (রাঃ) এর চমৎকার জবাব। Ja al haq Isla...





লাশে পোকা কেন পরে? হযরত আলী (রা) এর বিষ্ময়কর জবাব



মহানবীর জামাতা ও চাচাতো ভাই আলী (রা.) ছিলেন বীরত্ব, মহানুভবতা ও ন্যায়বিচারের প্রতীক। বেহেশতী নারীদের নেত্রী ফাতিমা (সালামুল্লাহি আলাইহা)-কে বিয়ে করার জন্য আবুবকর ও ওমর (রাঃ) সহ অনেক সাহাবিই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাদের প্রস্তাব অগ্রাহ্য করে মহানবী (সা.) আল্লাহর নির্দেশে আলী রা.)-কেই ফাতিমার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ করেন।



বিশ্বনবী (দঃ) বলেছেন, আমি জ্ঞানের নগর আর আলী তার দরজা।  আলী (রা) নিজেও বলতেন, কুরআনের এমন কোনো আয়াত নেই যে বিষয়ে আমি রাসূল (দঃ)'র সঙ্গে বিস্তারিত আলোচনা করিনি। বলা হয় বিশ্বনবী (দঃ) আলী (রা)-কে এক হাজার বিষয় বা অধ্যায়ের জ্ঞান শিখিয়েছিলেন। আর এসবের প্রত্যেকটির ছিল এক হাজার শাখা। আলী (রা) নিজেও বলতেন, আমাকে হারানোর আগেই যা কিছু জানার জেনে নাও, আমাকে যে কোনো বিষয়ের প্রশ্ন কর না কেন আমি তার জবাব দেব।  



একবার এক লোক হযরত আলীর (রাঃ) কাছে এসে প্রশ্ন করল, হে আলী আমার জেহেনে একটি প্রশ্ন ঘুরছে, মানুষ মৃত্যু বরণ করার পর তাদের শরীরে পোকা কেন পরে? এই প্রশ্ন করার সাথে হযরত আলী (রাঃ) বললেন হে মানব শোকর কর, কারন আল্লাহ তায়ালা মৃত্যুর পর মানুষের শরীরে পোকা সৃষ্টি করে দেন।



সে লোক আশ্চর্য্য হয়ে প্রশ্ন করল মরার পর শরীরে পোকা সৃষ্টি হয় তাতে শোকর কেন করব?

তখন হযরত আলী (রাঃ) ফরমালেন যদি মানুষ মৃত্যুর পর তাদের শরীরে পোকা না হত শরীরে দুর্গন্ধ না হত তাহলে মানুষ তাদের আপনজনের লাশকে দাফন করতনা, তারা লাশ সমুহ তাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখত।



আর সময় যখন পার হত সে সব লাশের প্রতি মানুষ অসম্মান প্রদর্শন করত, আর পরবর্তী প্রজন্ম তাদের পূর্বের লোকদের লাশের বিভিন্ন অংশ বিক্রী করে দিত, আর আল্লাহ এটা চান না যে মৃত্যুর পর মানুষের শরীরের অসম্মান হউক, বেহুরমতি হউক। সে জন্য লাশের মধ্যে আল্লাহ পোকা পয়দা করে দেন যাতে মানুষ তাদের মৃতদের লাশ দ্রুত জমিনে দাফন করে দেয়। 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.