পবিত্র কুরআনের ১০০০+ অজানা তথ্য 1000+ INFORMATION OF HOLY QURAN (Part-1)





কুরআনরে ১০০০+ বষ্মিয়কর তথ্য

কুরআনের ৫০টি নাম

কিতাব (সুরা দুখান)

কুরআন (সুরা ওয়াকিয়া)

কালাম (সুরা তাওবা)

নুর (সুরা নিসা)

হুদা (সুরা লুকমান)

রহমত (সুরা ইউনুস

ফুরকান (সুরা ফুরকান)

শিফা (সুরা বনী ইসরাইল)

জিকির (সুরা আম্বিয়া)

হিকমত (সুরা ক্বমার)

মুবারাকুন (সুরা ছোয়াদ) 

এভাবে প্রায় ৫০টি নাম আছে।



কুরআনের আয়াত সংখ্যা 

নিয়ে ৯টি মত

৬৬৬৬,৬১৭৬,৬২১২, ৬২০৪,৬২১৪,৬২১৯,৬২১৫, ৬২২৬,৬২৩৬



পবিত্র কুরানে ৮৬৪৩০টি শব্দ, ৩৪০২৬৭০ (চৌত্রিশ লক্ষ দুই হাজার ছয়শত ৭০টি) অক্ষর, ১২৫২টি তাশদীদ, উনচল্লিশ হাজার পাঁচশত বিরাশিটি নুকতা, ১৭৭১টি মদ্দ, ১৪টি সিজদা, ১১৪টি সুরা আছে। ৫৪০টি রুকু,  কুরানের সুরা ছফফাতের ২য় রুকু হল সবচেয়ে বড় রুকু যাতে ৫৩টি আয়াত আছে



সুরা নামাল পড়ার সময় ২ বার বিসমিল্লাহ পড়তে হয়



কুরানে অক্ষর সংখ্যা

আলিফ -৪৮৭৪০টি, বা- ১১৪২০, তা ৪০০০০০, ছা- ১০৪৮০, জিম-৩৩২২, হা-৪১৩৮, খা-২৫০৩, দাল-৫৯৯৮, জাল-৪৯৩৪, রা-২২০৩, ঝা-১৬৮০, সিন-৫৭৯৯,শিন- ২১১৫, সোয়াদ-২৭৮০, দোয়াদ-১৮৮২, তোয়া-১২০৪, জোয়া-৮৪২, আইন-৯৪৭০, গাইন-১২২৯, ফা-৯৮১৩, ক্বাফ-৮০৯৯, কাফ-৮০২২, লাম-৩৩৯২২, মিম-২৮৯২২, নুন-৭০০০০, ওয়াও-২৫৫৩৬, হা-২৬৯২৫, হামজা-৪১১৫, ইয়া-১৫৭১৭



কুরানের সুরা জুমআতে  তোয়া হরফটি নাই। সুরা রহমানে জোয়াটি শুধু একবার এসেছে। সুরা ছফ এ দ্বোয়াদ শুধু একবার এসেছে। তৃতীয় পারার ৭ম রুকুর প্রথম আয়াতে ১০০টি আলিফ আছে। কুরআনের সবচেয়ে বড় শব্দ সুরা নুরের  শব্দ ليستخلفنهم (লায়াসতাখলিফান্নাহুম)



কুরআনের কোন রুকুতে (রহমান) শব্দটি সাতবার এসেছে?

সুরা মারইয়ামের শেষ রুকুতে রহমান শব্দটি সাতবার এসেছে।



বিসমিল্লাহ শরীফে কোন হরকত নেই?

বিসমিল্লাহির রাহমানির রাহিমে পেশ হরকতটি নাই।



#সুরা মুমতাহিনার ৭ নং আয়াতে আল্লাহর ৫টি নাম একসাথে আছে। (ওয়াল্লাহু কাদিরুন ওয়াল্লাহু গাফুরুর রাহিম)

কুরআনের সুরা ফাতেহা, নাস ও কাউসারে দুই যবর, দুই পেশ দুই যের মোটেও ব্যবহৃত হয়নি।



কুরআনে হযরত জিবরাইলের আরো ২টি নাম রয়েছে (রুহুল কুদুস) (রুহুল আমিন)



কুরানের সুরা এখলাছের  প্রতি আয়াতের শেষে দাল আছে

 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

اللَّهُ الصَّمَدُ

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ



কুরআনের সুরা ইউসুফে জান্নাত জাহান্নামের আলোচনা নাই।

কুরআনের সুরা ফাতেহা, আনআম, ইউনুস, কাহাফ, আয়াতুল কুরসি নাযিলের সময় ৭০ হাজার ফেরেশতা আগমন করেছেন।



কুরআনের সুরা নিসার ২৩ নং আয়াতে ১৬টি কুম ব্যবহৃত হয়েছে حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَآئِكُمْ وَرَبَائِبُكُمُ اللاَّتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ اللاَّتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم بِهِنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ وَحَلاَئِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلاَبِكُمْ وَأَن تَجْمَعُواْ بَيْنَ الأُخْتَيْنِ إَلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا



আল্লাহ শব্দটি কুরআনে দুইহাজার পাঁচশত চুরাশিবার (২৫৮৪) এসেছে 



কুরআনের সুরা ফাতেহা, আয়াতুল কুরসি, সুরা বাকারার শেষ রুকুর আয়াত গুলি অন্য কোন নবীর উপর নাযিল হয়নি।



কুরআনে মোট ২৫জন নবী রাসুলের নাম বর্ণিত হয়েছে তারা হলেন

হযরত আদম, নুহ, ইদ্রিস,ইবরাহিম, ইসমাইল, ইসহাক, এয়াকুব, ইউসুফ, লুত, হুদ, ছালেহ, শুয়াইব, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, আইয়্যুব, জুলকিফল, ইউনুস, ইলিয়াস, আল ইয়াসা, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, (আলাইহুমুস সালাম) ও হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।



কুরআনে হযরত আদম (আ) এর নাম ২৫ বার এসেছে যেমন সুরা বাকারায় ৫ বার, আলে ইমরানে ২ বার, মায়েদা ১বার, আরাফে ৭বার, ই¯্রায় ২ বার, কাহাফে ১ বার, মারইয়ামে ১ বার, ত্বহায় ৫ বার, এয়াসিনে ১ বার।



কুরআনে হযরত নুহ (আঃ) এর নাম এসেছে ৪৩ বার, ইদ্রিস ২বার, ইবরাহিম  ৬৯ বার, ইসমাইল ১২ বার, ইসহাক ১৭ বার, ইয়াকুব ১৬ বার, ইউসুফ ২৭ বার, লুত ২৭ বার,


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.