আদর্শ নারী আদর্শ মেয়েদের ৭টি গুণ
আদর্শ নারী আদর্শ মেয়েদের ৭টি গুণ
দায়িত্ব, অভিনয়, সেক্রিফাইস, সহনশীলতা,
মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়।
মেয়েদের দায়িত্ব নিতে শিখাতে হয়না, নিজে ডিম ভাজি না করতে পারা
মেয়েটাও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে।
মেয়েরা সব সময় সত্যি কথা পছন্দ করে, কিন্তু বেশীরভাগ সময় বিশ্বাস
করে বসে মিথ্যাবাদীদের।
মেয়েরো খুব ভালো অভিনয় করতে পারে, কিসের অভিনয় জানেন? হাজার
কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয়।
একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য কুরবান করে
দেয়, জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের
জন্য, আসলে মেয়েদের নিজের জীবনের কোন চাওয়া পাওয়া থাকে না।
একটা মেয়ের সবচেয়ে বড় স্কুল হচ্ছে তাঁর শ্বশুরবাড়ী, যেখানে
শিক্ষকের অভাব নেই, আর শিক্ষারও শেষ নেই।
মেয়েদের দেওয়ার মত উপহার অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার
থেকে বড় উপহার আর কিছুই হয়না।
তিনটি বিষয় নবী করিম (সা.)-এর জীবনে লক্ষণীয় ছিল—এক. নামাজের প্রতি অনুরাগ; দুই. ফুলের প্রতি ভালোবাসা; তিন. নারীর প্রতি সম্মান। (বুখারি ও মুসলিম)।
মেয়েদের শ্রেষ্ঠ সম্মানের মুকুট দিয়েছেন মুহাম্মদ (সা)তিনি ঘোষনা দেন, ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত’।
কন্যাস ন্তানের ব্যপারে মহানবী (দ) বলেন ‘মেয়েশিশু বরকত (প্রাচুর্য) ও কল্যাণের প্রতীক।’
স্ত্রীর গুরুত্ব সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘উত্তম স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক।’ (মুসলিম শরিফ)। তিনি আরও বলেন, ‘তোমাদের মধ্যে সে–ই উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।’ (তিরমিজি)
Youtube link
https://www.youtube.com/c/jaalhaq
Blog
https://myjaalhaq.blogspot.com/
Facebook Link
https://www.facebook.com/Jaalhaqbd
কোন মন্তব্য নেই