রব্বে কাবার কসম। কাগজে ৫টি কথা লিখে ঘরের দেয়ালে লাগিয়ে রাখুন। Motivational Video Bangla Subtitle
কাগজে ৫টি জিনিষ লিখে রুমে লাগিয়ে রাখুন কাবার রবের কসম এত
উপকার পাবেন আমি গুনাহগারকে দোয়া করবেন
আপনার ঘরের দেওয়ালে ৫টি কথা লিখে রাখবেন - এক মুহাক্কিক আলেম
তাঁর রুমে এই ৫টি কথা লিখে দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন এবং তিনি বলেন এর এত বেশী উপকার
আমি পেয়েছি আমার মনে হয় এর চেয়ে বড় উপকার সারা জাহানে আর কিছু হতে পারে না। সে ৫টি
পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ, মনে রাখবেন
শিশু তার মায়ের পেটের ভেতর অবস্থান করার সময় ভাবতে থাকে, এটিই হলো বিশ্বজগত। কেননা তখন তার সামনে বিশাল এই দুনিয়া বিরাজমান থাকে না। এর দ্বারা যেমনি দুনিয়ার অস্তিত্ব অস্বীকার করা যায় না, একইভাবে দুনিয়ার ভেতর অবস্থানকালে পরকাল দৃষ্টিগোচর না হওয়াতে তার অস্তিত্বহীনতারও দাবিদার হওয়ার কোনো অর্থ হতে পারে না। বরং প্রকৃত সত্য ও বাস্তবতা এটিই- ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা একেবারেই সীমিত, আর পরকালের জীবন অনন্ত, অফুরন্ত। আর দুনিয়ার জীবনের মুখ্য এবং একমাত্র উদ্দেশ্যই হচ্ছে নিজের আখেরাতের সফল জীবনের জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়া।
এ কথা সত্যি, যে বা যারা অধিক সময় আখেরাতের (পরকাল) চিন্তায় থাকে, সে কখনও ইহজীবনে অপকর্মে লিপ্ত হতে পারে না। আকাম-কুবাক্য, অপকর্মে জড়াতে পারে না।
মানুষ বেশীরভাগ অপকর্মে জড়ায় লোভের কারনে - ইমাম গাজ্জালী
(রহ) এর বাণীটি আমাদের লোভ দুর করার জন্য যথেষ্ট তিনি বলেন
আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে, তা যদি দুই পর্বতের নিচে ও থাকে তবু ও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয় নি, তা যদি দুই ঠোঁটের মাঝে ও থাকে তবু ও তা আপনার কাছে পৌঁছবে না।
ইবনে সিনা বলেন আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। আল্লামা
জালাল উদ্দীন রুমি (রহ) বলেন - গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম… আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই।
সেখ সাদী
(রহ) বলেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
তাহলে আজ কাগজে ৫টি কথা লিখে
দেওয়ালে ঝুলিয়ে দিন কিংবা মানিব্যাগে রেখে দিন- মাঝে মাঝে তা পড়ে নিবেন।আর মহিলারা
যেহেতু দিনে অন্তত একবার হলেও আয়নার সামনে যান তাই আয়নায় লাগিয়ে রাখবেন- সে মূল্যবান
কথাগুলি হল
১) দুনিয়ার জন্য ততটুকু মেহনত করুন যতটুকু আপনি দুনিয়ায় থাকবেন,
২) আখেরাতের জন্য ততটুকু মেহনত করুন যতটুকু আখেরাতে থাকতে হবে,
৩। আল্লাহর সন্তুষ্টির জন্য ততটুকু মেহনত করুন যতটুকু আপনি
আল্লাহর মুহতাজ বা মুখেপেক্ষি,
৪। শুধু তারঁ কাছে চান যিনি কারো মুখাপেক্ষি নন।
৫। গুনাহ ততটুকু করুন যতটুকু আযাব সহ্য করার শক্তি আছে।
Youtube link
https://www.youtube.com/c/jaalhaq
Blog
https://myjaalhaq.blogspot.com/
Facebook Link
https://www.facebook.com/Jaalhaqbd
কোন মন্তব্য নেই