কুরানে স্বয়ং আল্লাহ বলেন আল্লাহর আদরের বান্দা হওয়ার ১২টি গুণ

আল্লাহর আদরের বান্দা হওয়ার ১২টি গুণ




আল্লাহ তায়ালা ১২টি গুণ বিশিষ্ট লোককে নিজেই নিজের বান্দা বলে সার্টিফিকেট দিয়েছেন অথচ জিন ইনসান সকলেই আল্লাহর সৃষ্টি (ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস)

১২টি গুনের বয়ান সুরা ফুরকানে আছে এ ১২টি গুন যে কোন নারী পুরুষের মধ্যে যদি থাকে তাহলে তার উপর মোহর লেগে গেল যে সে আল্লাহর বান্দা।

আর সে ১২টি গুণ হল যা সুরা ফুরকান এর ৬৩ নং আয়াত থেকে আল্লাহ বয়ান করে দিয়েছেন

১-২ নং গুণ হল নম্রতা ও ভদ্রতা যেমন আল্লাহ বলেন

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا (২) وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا

(১) রহমান-এর বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং

(২) তাদের সাথে যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। [ সুরা ফুরকান ২৫:৬৩ ]

৩নং গুণ হল রাতে রাতের এবাদত তাহাজ্জুদ

وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا

(৩) এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে; [ সুরা ফুরকান ২৫:৬৪ ]

এখানে উম্মতে মুহাম্মদির জন্য আমাদের নবী একটি সুসংবাদ দিয়েছেন যারা রাত উঠতে পারেনা তারা এশার জামাতের সাথে এবং ফজর জামাতে পড়ে নিলে সারা রাত এবাদতের ছাওয়াব পাবে।

৪নং গুণ হল দোয়া

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ; [ সুরা ফুরকান ২৫:৬৫ ]

৫নং ও ৬নং গুণ হল হিসাব করে খরচ করা ও কৃপনতা না করা

وَالَّذِينَ إِذَا أَنفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا

এবং তারা যখন ব্যয় করে, তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী। [ সুরা ফুরকান ২৫:৬৭ ]

৭/৮/৯ নং গুন হল শিরিক, হত্যা ও জেনা থেকে পাক হবে

وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا

এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের এবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা একাজ করে, তারা শাস্তির সম্মুখীন হবে। [ সুরা ফুরকান ২৫:৬৮ ]

১০ নং গুণ হল বেহুদ কাজ করবেনা

وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়। [ সুরা ফুরকান ২৫:৭২ ]

১১নং গুন হল আল্লাহর বাণী শুনবে

وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না। [ সুরা ফুরকান ২৫:৭৩ ]

১২ নং গুন হল স্ত্রী সন্তানের জন্য দোয়া করবে

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর। [ সুরা ফুরকান ২৫:৭৪ ]

তাহলে সুরা ফুরকানে আল্লাহ তাঁর খাস বান্দার গুণাবলী বয়ান করেছেন ১২টি তার সারমর্ম হল

(১) তারা চলাফেরা করে নম্রভাবে (২) মুর্খরা বিতক করলে তারা বলে সালাম (৩) যারা রাতে তাহাজ্জুদ গুজার হয় (৪) যারা জাহান্নাম থেকে মুক্তির দোয়া করে (৫) যারা ব্যয় করে যথাযথভাবে অপচয় ছাড়া (৬) যারা কৃপণতাও করেনা। (৭) যারা শিরিক করেনা (৮) যারা অন্যায়ভাবে হত্যা করেনা (৯) যারা ব্যভিচার করেনা (১০) যারা অনৈসলামিক মিথ্যা কার্যকলাপে যোগদান করেনা (১১) যাদেরকে আল্লাহর বাণী শুনানো হলে তারা অন্ধ ও বধিরের মত আচরন করেনা (১২) যারা স্ত্রী ও সন্তান মুত্তাকি হওয়ার দোয়া করে।

আল্লাহ আপনাদেরকে এবং আমাকে এই ১২টি গুনে গুণান্বিত হওয়ার তৌফিক দানকরুন আমিন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.