সহজে বুড়ী হয়না যে নারী। যৌবন ধরে রাখার প্রাকৃতিক উপায়। তারুণ্য ধরে রাখার উপায়। Jaalhaq

 


নারীদের রূপ লাবণ্য যৌবণ দীর্ঘস্থায়ী করার উপায় পাকিস্তানের একজন গ্র্যান্ড মুফতি, বিশেষজ্ঞ আলেম তাঁর লেকচারের মাধ্যমে নারীদের রূপ লাবণ্য ও যৌবণকে দীর্ঘস্থায়ী করার একটি নেচারেল পদ্ধতি উপস্থাপন েকরেছেন আজ আমি বাংলাভাষাভাষিদের জন্য সে উদু বয়ানের বাংলা হুবহু তুলে ধরব, আশা করি
প্রত্যেক মা বোনদের এই কথাগুলি অনেক উপকারে আসবে। আজকাল নারীরা বলে আমি যদি একাধিক সন্তান জন্ম দিই তাহলে লজ্জায় পড়ব, লোক বলবে তোমার এতগুলি বাচ্চা? তওবা তওবা শেম শেম।
দেখুন আপনার যে রূপ লাবণ্য তা অতি অল্প দিনের, এই রূপ লাবণ্য যৌবণের কথা চিন্তা করে মা হওয়ার যে নেয়ামত তা থেকে পিছে হটবেন না। মানুষ বলবে এতগুলি বাচচার মা! অথচ আপনার যে রূপ লাবণ্য তা অল্প কিছুদিন পর এমনিতেই শর্ট হতে থাকবে, নারীরা পুরুষের চাইতে বেশী দ্রুত বুড়িয়ে যায়, আর নারীদের জন্য খান্দান খুবই জরুরী, যখনই 45/50 বছর হয়ে যাবেন তখন দেখা শুনার জন্য খান্দান খুবই জরুরী।
যে খান্দান আপনাকে দেখা শুনা করবে। আর মনে রাখবেন যদি আপনার লাইফটা কুদরতী বা নেচারেল হয় তাহলে এমনিতেই আপনার বৃদ্ধকাল দেরীতে আসবে। আর যদি নেচারেল লাইফ থেকে দুরে সরে যান তাহলে বৃদ্ধকালও দ্রুত আসবে।
নারীদের জন্য সন্তান প্রসব করা এটাই হল নেচারেল। আর এটা কিভাবে যুক্তিযুক্ত হতে পারে যে একটি জিনিষ নেচারেল আর সেটা শরীরের জন্য ক্ষতিকর হবে? আমাদেরকে নেচারেল বিষয় থেকে দুরে রাখার জন্য শুধুই উল্টা নিয়ম শিখিয়ে আসছে কিছু স্বাথবাজ লোক। যা আমাদের জাতি পরিবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
তখনকার মহিলাদের দীর্ঘ হায়াত ছিল, তারা বেশী সময় পর্যন্ত সুস্থ সবল ও জোয়ান ছিল, তাদের রোগ ব্যাধীও কম হত। কারন তখনকার মহিলারা কৃত্রিম কোন কিছু গ্রহণ করতনা, নেচারেল জীবন যাপন করত। সন্তান বন্ধ করে রাখত না। যারা সন্তান বন্ধ করে রাখে নানা কৃত্রিম উপায় অবলম্বন করে তারা দ্রুত বৃদ্ধও হয়ে যায় এবং নানা ধরনের রোগ ব্যধীরও স্বীকার হয়। এর ফলে তাদের রূপ লাবণ্য খুবই দ্রুত নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে মেডিক্যাল সায়েন্স এর তথ্য উপাত্থ আমার কাছে আছে। তাছাড়া
এটা সহজে বুঝে আসার মত একটি বিষয় যে নেচারেল জিনিষেই আছে সুস্থতা, আর্টিফিশিয়ালে তা নাই।
সে জন্য নেচারেল নিয়মে যাদের সন্তান সন্ততি বেশী হয় যারা বাথ কন্ট্রোল করেনা, তাদের বয়স হলে সে সব সন্তান তাদের কাজেও আসবে, এবং বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিষ ব্যবহার না করার ফলে স্বাস্থ্য সুস্থ সবল থাকবে।
মনে রাখবেন বৃদ্ধ কালটাও অনেক লম্বা ধরুন আপনার হায়াত ৯০ বছর এখন আপনি ২০ বছর পর্যন্ত পড়াশোনায় কাটালেন, ২০-৫০ পযন্ত আপনার যৌবন কাল, ৫০-৯০ প্রায় ৪০ বছর আপনার বৃদ্ধ কাল এখন আপনার যদি সন্তান থাকে তারা আপনার শেষ বয়সের ৪০ বছরে আপনার কাজে আসবে।
Best
seller Islamic Book in amazon


Secrets of Divine Love: A Spiritual Journey
into the Heart of Islam

Best seller Islamic Book

Allah Loves Hardcover – Illustrated, June 2, 2020
by Omar Suleiman (Author)

Islamic books for kids
The
Proudest Blue: A Story of Hijab and Family




চেহারায় তারুণ্য ধরে রাখার উপায়,যৌবন ধরে রাখার উপায়,যৌবন ধরে রাখুন আজীবন,বয়স ধরে রাখার উপায়,বয়স ধরে রাখার উপায়,bangla health tips,যৌবন ধরে রাখার খাবার,যৌবন,health tips,health tips bangla,হেলথ টিপস,বাংলা হেলথ টিপস,যৌবন ধরে রাখার উপায় কি,তারুণ্য ধরে রাখার উপায়,Jaalhaq,দীর্ঘদিন জোয়ান থাকার উপায়,চেহারা সুন্দর করার আমল

1 টি মন্তব্য:

  1. আমরা জানি প্রাণ কোম্পানি কাদিয়ানীদের আশা করি প্রাণের বিজ্ঞাপনঃ বয়কট করবেন।

    উত্তরমুছুন

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.