আজানের সময় কুকুর ডাকে কেন Why do dogs bark during Azan | Jaalhaq | Nizam...

আযানের/আজানের সময় কুকুর ডাকে কেন?

Why do dogs bark during Azan?\



بِسْمِ اللَّهِ، إِنَّ الْحَمْدَ لِلّٰهِ‎، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ

প্রায়ই প্রতিদিনই আজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ উঁচু করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকেরই মনে প্রশ্ন জাগে আজানের সময় কুকুরগুলো ডাকে কেন?

 এ প্রশ্নের উত্তর পরিস্কার ভাবে বুঝতে হবে, আযানের সময় কুকুর ডাকার এক ভয়ানক কারন আছে যা ১টি কুরআনের আয়াত ও ৪টি হাদীস মনযোগ দিয়ে শুনতে হবে তাহলেই বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন।

يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُمْ مِنَ الْجَنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا ۗ إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ۗ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ

হে বনী-আদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে; যেমন সে তোমাদের পিতামাতাকে (আদম হাওয়াকে) জান্নাত থেকে বের করে দিয়েছে এমতাবস্থায় যে, তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছি-যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়। শয়তান এবং তার দলবল তোমাদেরকে দেখে, যেখান থেকে তোমরা তাদেরকে দেখ না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি, যারা বিশ্বাস স্থাপন করে না।

 

সূরা আল 'রাফ এর ২৭ নং আয়াত দ্বারা বুঝা যায় জীন শয়তানকে মানুষ দেখতে পাইনা তবে তারা মানুষকে দেখতে পায়।

 

এ ব্যপারে প্রথম হাদিসটি হল-

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘সলাতের জন্য আযান দিতে থাকলে শায়ত্বন (শয়তান) পিঠ ফিরিয়ে পালায় বায়ু ছাড়তে থাকে, যাতে আযানের শব্দ তার কানে না পৌঁছে। আযান শেষ হয়ে গেলে সে ফিরে আসে। আবার যখন ইক্বামাত শুরু হয় পিঠ ফিরিয়ে পালাতে থাকে। ইক্বামাত শেষ হলে আবার ফিরে আসে। সলাতে মানুষের মনে সন্দেহ তৈরি করতে থাকে। সে বলে, অমুক বিষয় স্মরণ কর। অমুক বিষয় স্মরণ কর। যেসব বিষয় তার মনে ছিল না সব তখন তার মনে পড়ে যায়। পরিশেষে মানুষ অবচেতন হয় আর বলতে পারে না কত রাক্আত সলাত (সালাত/নামায/নামাজ) আদায় করা হয়েছে

উপরোক্ত হাদিসটি থেকে এটা স্পষ্ট যে, আযানের সময় শয়তান পালাতে থাকে বায়ু ছাড়তে ছাড়তে যাতে করে আযানের শব্দ তার কানে পৌঁছাতে না পারে

 

কুকুরসহ অন্যান্য যত প্রাণী আছে তাদের ভাষা যেমন আমরা বুঝতে পারি না, তেমনি তারা কি দেখছে তাদরে চোখ দিয়ে সেটাও আমাদের বুঝার মত এখনও পর্যন্তও বর্তমান দুনিয়ায় কোন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কিনা আমার জানা নেই। তবে আযানের সময় কুকুর কিছু না কিছু দেখে ডেকে উঠে বা দেখতে পায় যেটা আমাদের চোখ দ্বারা দেখা সম্ভব নয়

 

এ ব্যপারে ২য় হাদীসটি হল-

জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে ‘‘আউযুবিল্লাহ’’ বলবে। কেননা তারা অর্থ্যাৎ (কুকুর গাধা) যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না

 

৩য় হাদীসটি হল-

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর নিকট তাঁর অনুগ্রহ প্রার্থনা করে দু কর। কেননা মোরগ ফিরিশতাদের দেখে আর যখন গাধার আওয়াজ শুনবে তখন শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাইবে, কেননা গাধাটি শয়তান দেখেছে।

 

এ ব্যপারে ৪থ হাদীসটি হল

 

আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেন: সালাতীর সামনে শিবিকার খুঁটির ন্যায় কোন জিনিস না থাকলে নারী, গাধা কালো বর্ণের কুকুর তার সালাত নষ্ট করে। অধস্তন রাবী বলেন, আমি বললাম, লাল বর্ণের কুকুর থেকে কালো বর্ণের কুকুরের পার্থক্য কি? তিনি বলেন, তুমি আমাকে যেরূপ জিজ্ঞেস করলে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তদ্রূপ জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেনঃ কালো কুকুর হল শয়তান

 

উল্লেখিত ৪টি হাদিস থেকে এটা স্পষ্ট যে কালো রঙের কুকুর হল শয়তান; কাজেই সে শয়তানের সহযোগী হবেই। ইবলিশ ছিল জীন শয়তান, সেই প্রথম মানুষের শ্রেষ্ঠত্ব অস্বীকার করে কাফির হয়েছিল। তার কাছে যেমন আযান সহ্য হয় না, ঠিক তেমনি তার অনুসারী এক শ্রেণীর মানুষ, জ্বীন, প্রাণীদের নিকটও আযান সহ্য হবে না এটাই স্বাভাবিক। তাই কুকুর আযান শুনলে ব্যঙ্গ্যার্থাক ভঙ্গিতে ডেকে উঠে যেটা শুনলে যে কেউ ভয় পায় এবং বিরক্ত হয়ে থাকে। বলতে গেলে আযানের সময় কুকুরের ডাক হল তার শয়তান প্রভুর জন্য জিকির। আর পক্ষান্তরে; আযান হল আল্লাহর পক্ষ থেকে আহ্বান বা ডাক মুমিনীনদের জন্য; তার ইবাদত করতে মাসজিদে আসার জন্য, যাতে করে মুমিনীনেরা কল্যাণ লাভ করতে পারে। আযানের সময় কালো রঙের কুকুরই প্রথম ভিন্ন এক বিশ্রী স্বরে ডেকে উঠে পরে ওদের দেখাদেখি অন্য কুকুরেরাও ডেকে উঠে

 

সুতরাং খোলাসা কালাম হল- আযানের সময় যখন শয়তান পিছন বায়ু ছেড়ে পালাতে থাকে তখন কুকুর বিশেষ করে কালো কুকুর শয়তানকে প্রথমে দেখতে পায় এবং চিৎকার করতে থাকে আর সে কালো কুকুরের চিৎকার শুনে অন্যান্য কুকুরও চিৎকার করতে থাকে। 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.