৩টি বাক্য মানুষকে ধ্বংস করে - এই ৩টি কথা কখনো বলবেননা

 খবরদার! ৩টি বাক্য মানুষকে ধ্বংস করে - এই ৩টি কথা কখনো বলবেননা

ভিডিও লিংক: https://youtu.be/8bCgM93mlaE


মানুষ অনেক সময় এমন কিছু কথা বলে যা তাঁকে ধ্বংসের দোর গোড়ায় পৌঁছে দেয়, যে কথাগুলি শয়তান বলেছিল ধ্বংস হয়েছে, বলেছিল কারুন ফলে ধ্বংস হয়েছে আরো বলেছে ফেরাউন । আর শয়তান ফেরাউন আর কারুন যে কথা বলে ধ্বংস হয়েছে সে সব কথা কি আমাদের সকলের জানা দরকার।
এসব ঘটনার উপর গবেষনা করে ওলামায়ে কেরাম বলেন সদা সর্বদা ৩টি কথা বলা থেকে বিরত থাকতে হবে। (আনা, ওয়া লি, ওয়া ইনদি) অর্থ্যাৎ আমি. আমার, আমার কাছে।
আমি এমন, আমি তেমন, এই ধরনের কথা প্রথম উচ্চারণ করেছে শয়তান - আল্লাহ তায়ালা লানত দিয়েছেন শয়তানকে এই কথার করনে যে সে বলেছিল (আনা খাইরুন মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন) আমি ওর থেকে উত্তম কারন আমি সৃষ্টি হলাম আগুন থেকে আর আদম সৃষ্টি হল কাদামাটি থেকে।
এই যে শয়তানের আমিত্ব অর্থ্যাৎ আমিই বড় সে কথাটাই তাকে চিরদিনের জন্য মলউন- লানতের উপযুক্ত করে দিল। তাই যারা সারাক্ষন আমি এমন আমি তেমন বলেন তাঁদের জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।
লি অর্থ হল আমার, ফেরাউনকে আল্লাহ তায়ালা ডুবিয়েছেন এই শব্দের কারনে। (ওয়ালি মুলকু মিছর) ফেরাউন বলেছিল মিশর হল আমার রাষ্ট্র। আমার ঘরের নিচ থেকেই এই পানির নহর বের হয়েছে। তাহলে শ্রেষ্টত্ব আমার নাকি মুসার?
ফেরাউন অহংকার ভরা কন্ঠে দাবী করেছিল মিশর আমার, মিশরের নদ আমার, মুসা থেকে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আমার নাউজুবিল্লাহ। আর এই আমার আমার এর অহংকার ফেরাউনকে ধ্বংস করে দিল।
সুতরাং যারা কথায় কথায় অহংকার করে বলে- এটা আমার ওটা আমার, তাঁদের জন্য ফেরাউনের ধ্বংসের ঘটনায় শিক্ষার উপকরণ রয়েছে।
ইনদি অর্থ্যাৎ আমার কাছে- কারুন বলেছিল (ইন্নামা উতিতুহু আলা এলমিন ইনদি) এটা আমার জ্ঞান ও এক্সপেরিয়েন্স এর ফল যে আমার কাছে এতগুলি সম্পদ জমা হয়েছে।
তাকে যখন জাকাত দেয়ার জন্য বলা হয় সে অস্বীকার করে বল এসবই আমার কাছে আমার অভিজ্ঞতা ও জ্ঞানের কারনে বৃদ্ধি পেয়েছে। তখন আল্লাহ তার এই দাম্ভিকতার জন্য জমিনকে হকুম দিলেন তাকে গ্রাস করতে। শুধু তাকে নয় বরং তার কামাই করা সব সম্পদ সহ তাকে জমিন গ্রাস করে নিল, আর সহিহ বুখারীর রেওয়ায়েত (ফাহুয়া এয়াতাজালজালু বিহি ইলা এয়াউমিল কিয়ামাহ) তাকে জমিন কেয়ামত পযন্ত গ্রাস করতে থাকবে।
সুতরাং কারুনের এই ঘটনা থেকে আমাদের অনেক ভাই যারা বলে আমার কাছে এই পাওয়ার আছে, আমার কাছে সে পাওয়ার আছে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত।
যারা বড়ত্বের শ্রেষ্ঠত্বের অহংকার করেন তারা শয়তান থেকে বড় নন
যারা সম্পদের বড়াই করে তারা কারুন থেকে বড় সম্পদশালী নন
যারা ক্ষমতার বড়াই করেন তারা ফেরাউন থেকে বড় ক্ষমতাধর নন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.