যদি কেহ বেইজ্জতি করে সাথে সাথে আমলটি করুন। Dua of honor| If anyone criticizes| Jaalhaq
কেহ বেইজ্জতি করে দিলে সাথে সাথে এ আমল করে নিন, লজ্জায়
পানি পানি হয়ে যাবে
হযরত হাসান বসরী (রহ) এর কাছে এক লোক দৌঁড়াতে দৌঁড়াতে আসলেন। তিনি বললেন (এয়া
হাসান আ-তারিফু মা কানা বিল আমছ?) হাসান জানেন গতকাল কি হযেছে?
হাসান বসরী (রহ) যার স্বভাব কতই সুন্দর ছিল, তিনি কত সুন্দর করে প্রশ্ন করে
বললেন- গতকালকি কোন দরসে কুরআন ছিল? (কালা লা) সে বলল না। অমুক লোক আপনার অনেক সমালোচনা
করেছে।
তখন হাসাব বসরী বললেন আপনি আমাকে বলুন রাস্তায় ইবলিশ শয়তান কি আপনাকে ছাড়া আর
কাউকে পেলনা? আপনি একজন মুসলমান ভায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমার কাছে চলে এলেন?
এরপর হযরত হাসান বসরী একটি খেজুরের টুকরি নিলেন আর সে সমালোচনাকারীর ঘরে চলে
গেলেন, গিয়ে সালাম দিলেন আর বললেন (হাজিহি হাদিয়া মিন্নি লাক) এই নিন খেজুরের হাদিয়া
আপনার জন্য আমার পক্ষ থেকে কবুল করে নিন।
হাদিয়া পেয়ে গিবতকারী চিন্তায় পড়ে গেলেন আর হাসান বসরীকে প্রশ্ন করলেন কি উদ্দেশ্যে
হাদিয়া দিচ্ছেন? তখন হাসান বসরী বললেন হে আমার ভাই আপনি অনেক মেহনত করে আমার গুনাহ
মাফ করিয়েছেন আমাকে নেকি দিয়েছেন।আমাকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের হকদার বানাতে
সাহায্য করেছেন। আপনি আমার জন্য েএত কিছু করেছেন আমি কি আপনাকে মিষ্টিমুখ করানোর হক
রাখিনা?
দেখুন কি সুন্দরভাবে সে গীবতকারীকে শিক্ষা দিলেন। এটাই হল মুখলিছ বান্দার নিশানি।
কেহ প্রসংশা করুন তার পরওয়া করেনা। প্রসংশীত লোকের প্রসংশাতো সকলেই করে, আবার সমালোচনাকারীরা
বড় থেকে বড় মাপের লোকেরও, আল্লাহর নেক বান্দা, এমনকি নবী রাসুলদেরও সমালোচনা করতে ছাড়েনি।
আল্লাহর রাসুল (দ) এর চেয়ে মুত্তাকি দুনিয়াতে কেহ সৃস্টিও হয়নি, অথচ মুনাফিকরা উনার
বিরুদ্ধেও মুখ খুলতে দ্বিধাবোধ করেনি। নাউজুবিল্লাহ। কিন্তু তবুও হুজুর (দ) সমালোচনাকারীদের
সমালোচনায় কান দিয়ে নিজের মিশন থেকে বিরত হননি। আল্লাহ তায়ালা আমাদেরকে আমাদের নিয়তকে
খালেছ করার তৌফিক দান করুন। আমিন
কোন মন্তব্য নেই