সারা রাত তারাবী ও তাহাজ্জুদ পড়ার চেয়ে আফযল আমল
সারা রাত তারাবী ও তাহাজ্জুদ পড়ার চেয়ে আফযল আমল
রমজানে আল্লাহ
তায়ালা দিনে হালাল খাদ্য গ্রহণ করা হারাম করেছেন, এখন এই রোজা রেখে গীবত করা এটা কি
জায়েজ?চুগলি হারাম এটা কি রোজা রেখে করা জায়েজ হবে? মিথ্যা হারাম, ধোকা হারাম, রোজা
রেখে যেখানে হালাল খাদ্য হারাম হয়েছে, সে রোজা রেখে আপনি হারাম কাজ কিভাবে জায়েজ করবেন?
হালাল থেকৈ যখন আল্লাহ রুখে দিয়েছেন তখন হে আমার ভাই হারামে লিপ্ত হবেন না।
যদি রমজান মাসেও
আমার ভিতর পরিবতন না আসে, আমি যদি নামাজের গুরুত্ব না দিই, এর অথই হল রমজানের বড়ত্ব
রমজানের আজমত আমার অন্তরে নাই।
আপনি তারাবী পড়ুন,
কিন্তু একথা আপনাকে মনে রাখতে হবে, যদি সারা রাত আপনি নামাজ পড়েন, আর সাথে সাথে আপনার
দু চোখ বেয়ে পানি পড়তে থাকে, আর সে সারারাতের চোখের পানির চেয়ে উত্তম, জোহরের গরমে
মসজিদে যাওয়ার সময় বা নামাজের জন্য গরমে অপেক্ষা করার সময় আপনার কপালে যে এক ফোটা ঘাম
এসেছে সে ঘাম আপনার সারা রাতের তারাবী ও তাহাজ্জুদের সিজদার চোখের পানির চেয়ে উত্তম।
কেননা এটা ফরয নামাজ আর ওটা হল নফল নামাজ।
সাহাবী প্রশ্ন
করেন এয়া রাসুলাল্লাহ আমার মন চাচ্ছে আমি সারা দুনিয়া থেকে নেককার হয়ে যাব, তখন নবীজি
এটা বলেননি যে তুমি সিজদায় পড়ে থাক, আর সিজদায়
পড়ে থাকতে থাকতে মৃত্যু মুখে পতিত হয়ে যাও, এটা বলেননি বরং বলেছেন (ইত্তাকিল মাহারিম তাকুন আ-বুদান্নাস) তুমি হারাম কাজ থেকে
বেঁচে যাও তাহলে তোমার চাইতে বড় এবাদত গুজার আর কোন বান্দাই নাই।
ভারতে কোভিট ১৯
বৃদ্ধির কয়েকটি কারন বলেন আমের লেয়াকত ও হানিফ কুরাইশি
আমের লেয়াকত আমের
লেয়াকত চ্যানেলের একটি প্রোগ্রামে ওলামায়ে কেরামকে সামনে নিয়ে ভারতে মহামারী বৃদ্ধীর
কয়েকটি কারন উল্লেখ করেন- সেখানে পাকিস্তানের বিখ্যাত আলেমে দ্বীন মুফতি হানিফ কুরাইশিও
ছিলেন।
কোন মন্তব্য নেই