মুসলমানরা মার খাচ্ছে কেন লাঞ্চিত কেন?

-মুসলমানরা মার খাচ্ছে কেন লাঞ্চিত কেন?



আজ সারা বিশ্সে মুসলমানদের এই লঞ্চনার কারন আল্লাহ কুরআনের ৮৫ নং আয়াতে বয়ান করেছেন ১টাই কারন-

أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاء مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا

আজ আমরা মুসলমান জাতি ইহুদীদের হাতে মার খাচ্ছি, হিন্দুদের হাতে মার খাচ্ছি, তবে সারা বিশ্বের বিধর্মীরা কখনো মুসলমানদের উপর চুড়ান্ত বিজয় অজন করতে পারবেনা, কারন আল্লাহর প্রিয় নবী এ বিষয়ে দোয়া করেছেন যে গোট মুসলিম কওমের উপর যেন বিধর্মীরা গালেব হতে না পারে, আল্লাহর তায়ালা নবীজির সে দোয়া কবুল করেছেন। তবে মুসলমানরা যে আজ সবক্ষেত্রে মার খাচ্ছে তার কারন হল মুসলমানরা ইসলাম থেকে দুরে সরে গেছে, কারন আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে পারিনি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান সদকা করি, কিন্তু আল্লাহর বিধানকে আমরা জীবনের সকল ক্ষেত্রে পুরাপুরি মান্য করিনা। সুদ হারাম, কিন্তু আপনি একটি মুসলিম দেশ পাবেন না যেখানে সুদ মুক্ত অথনীতি চালু আছে, আমরা চুরির শাস্তি যেনার শাস্তি আল্লাহর বিধান মোতাবেক প্রয়োগ করিনা। অথচ আমরা বলি আমরা মুসলমান, অথচ মুসলমান সেই হতে পারে যে সকল ক্ষেত্রেই আল্লাহর হকুমকে মান্য করে। আজ সারা বিশ্বে মুসলমানদের এই লঞ্চনার কারন আল্লাহ কুরআনের ৮৫ নং আয়াতে বয়ান করেছেন

أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاء مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا
তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস কর এবং কিয়দংশ অবিশ্বাস কর? যারা এরূপ করে পার্থিব জীবনে দূগর্তি ছাড়া তাদের আর কোনই পথ নেই। [সুরা বাকারা - ২:৮৫] সুতরাং আজও যদি মুসলমানরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে ইসলাম প্রেকটিস করে, যদিও রাষ্ট্রিয়ভাবে সম্ভব না হয়, নিজের গন্ডি যতটুকু ততটুকুতে ইসলামকে পরিপূণভাবে পালন করে, তাহলে সে মুসলমান সকল লাঞ্চনার হাত থেকে বেঁচে যেতে পারবে। সুদী ব্যাংকে লেনদেন বন্ধ রাখুন, নামাজ কায়েম করুন, হারাম গান বাজনা, হারাম খাদ্য থেকে নিজে ও নিজের পরিবারকে বাঁচিয়ে রাখুন, স্ত্রী কন্যানে বেপর্দা থেকে বাঁচিয়ে রাখুন। তাহলে আল্লাহ আপনাকে সকল লঞ্চনার হাত থেকে বাঁচাবেন।

-সবশেষে সুসংবাদ

আজ আমরা ইসলাম ধম কুরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছি তাই আজ মুসলমানরা লাঞ্চিত তবে যেদিন হযরত ঈসা (আ) এসে এই পৃথিবীতে ইসলাম ধমকে এবং কুরআনের বিধানকে পরিপূণভাবে স্টাবলিস্ট করবেন তখন মুসলমানরা সারা বিশ্বে প্রতিটি ক্ষেত্রেই রাজিত্ব করবে। শেষ হাসিটি মুসলমানরাই হাসবেন, ইহুদীরা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নাস্তিক তাদের কোন অস্তিত্ব তখন বাকী থাকবেনা। আল্লাহ তায়ালা আমাদেরকে সত্যিকারের পরিপূণ মুসলিম হিসেবে কবুল করুন আমিন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.