সাবধান যখন ৪টি আলামত দেখবেন বুঝে নিন আল্লাহ বান্দার উপর নারাজ হয়ে গেছেন। শীঘ্রই আল্লাহর আযাব বসবে।
আল্লাহ নারাজ হওয়ার ৪ আলামত, রাজি হওয়ার ৭টি আলামত
৪টি আলামত দিয়ে বুঝতে পারবেন আল্লাহ আপনার উপর নারাজ আর ৭টি আলামত
দ্বারা বুঝতে পারবেন আল্লাহ আপনার উপর খুশী
মুসা (আ) প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি যখন বান্দার উপর
রাজি হন তার চিহ্ন কি?
তখন আল্লাহ ফরমালেন - হে মুসা!
১) যখন আমি বৃষ্টি সময় মত দান করি
২) রাজত্বি নেককার ও জ্ঞানি লোকদের হাতে দান করি
৩) আর ধন দৌলত দানশীলদের হাতে দান করি
তখন বুঝে নিও আমি বান্দার উপর সন্তুষ্ট খুশী।
৪) আল্লাহ খুশী হওয়ার
৪থ আলামত হল-
যদি বান্দার মনে এলম ও আহলে এলম তথা আলেমদের প্রতি মহব্বত এসে যায় দ্বীনের প্রতি মহব্বত এসে যায় সেটাও বান্দার উপর আল্লাহ খুশী হওয়ার দলিল। যেমন
সুরা আনয়ামের ১২৫ নং আয়াতে আল্লাহ তায়ালা এরশাদ করেন-
فَمَن يُرِدِ اللّهُ أَن يَهْدِيَهُ
يَشْرَحْ صَدْرَهُ لِلإِسْلاَمِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ
ضَيِّقًا
অতঃপর আল্লাহ যাকে পথ-প্রদর্শন করতে চান, তার বক্ষকে ইসলামের জন্যে উম্মুক্ত করে দেন এবং যাকে বিপথগামী করতে চান, তার বক্ষকে (ইসলামের জন্য) সংকীর্ণ অত্যধিক সংকীর্ণ করে [সুরা আন’য়াম - ৬:১২৫]
ফলে তার কাছে দ্বীনের
কথা ভালো লাগবে না, আলেমদেরকে সহ্য হবেনা।
৫) আল্লাহ খুশী হওয়ার ৫ম চিহ্ন হল
عن عائشة رضي الله عنها قالت : قال
رسول الله صلى الله عليه و سلم : " إذا أراد الله عز وجل بأهل بيت خيراً أدخل
عليهم الرفق " . رواه الإمام أحمد في المسند
আল্লাহ তায়ালা যে ঘরকে ঘরের লোকদেরকে পছন্দ করেন সে ঘরের লোকদের অন্তরে নম্রতা ঢেলে দেন।ঘরের মধ্যে নম্রতা এসে যাবে।
৬) আল্লাহ রাজি থাকার ৬ষ্ঠ আলামত হল
ছোট খাট পেরেশানি থাকবে, রোগ শোক থাকবে, এসব আল্লাহ তায়ালার সন্তুষ্টির আলামত। আল্লাহ রাসুলের এই কথা যখন এক সাহাবী শুনল সে বলল এয়া রাসুলাল্লাহ আমারতো জীবনে কোন দিন মাথা ব্যথা পযন্ত হয়নি, তখন হুজুর (দ) তাকে সে মজলিশ থেকে বের করে দিলেন। কারন আল্লাহ যখন
বান্দার উপর খূশী হন তখন তাকে বিভিন্ন ছোট খাট দুঃখ পেরেশানি দিয়ে পরীক্ষা করেন।
৭) আল্লাহ রাজি থাকার ৭ম আলামত হল
যতক্ষন বান্দা তার ভায়ের সাহায্যে লিপ্ত থাকবে। ততক্ষন সে বুঝে নিবে যে আল্লাহ তার উপর রাজি
তিরমিজি শরীফের ১৪৩১ নং হাদীস
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ
كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ
الآخِرَةِ وَمَنْ سَتَرَ عَلَى مُسْلِمٍ سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا
وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ
أَخِيهِ "
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম থেকে দুনিয়ার কোন একটি পেরশোনী দুর করবে আল্লাহ তা‘আলা তার আখিরাতের একটি পেরশোনী দুর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের একটি দোষ গোপন রাখবে আল্লাহ তা‘আলা দুনিয়া ও আখিরাতের তার দোষ ঢেকে রাখবেন। আল্লাহ ততক্ষণ কোন বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ সে তার এক ভাইয়ের সাহায্যে ব্যস্ত থাকে।
হযরত মুসা (আ) আল্লাহ তায়ালাকে প্রশ্ন করলেন হে আল্লাহ যখন তুমি নারাজ হও তার চিহ্ন কি? তখন মুসা (আ) কে আল্লাহ ফরমালেন হে মুসা
১) যখন আমি অসময়ে বৃষ্টি দান করি তখন বুঝে নাও আমি নারাজ,
২) যখন রাজত্বি বেওকুফ লোকদের হাতে দিয়ে দিই তখন বুঝে নিও আমি নারাজ,
৩) যখন ধন সম্পদ কৃপনদের হাতে দিই তখন বুঝে নিও আমি নারাজ
৪) আল্লাহ যখন নারাজ হয় তখন বান্দার রিজিক বন্ধ করে দেন না, আল্লাহ সুযকে হকুম দেননা অমুক আমার নাফরমান তার আঙ্গীনায় সুর্য্যের কিরন বিতরন করিওনা। অক্সিজেন বন্ধ করে দেয়া হয়না। যখন আল্লাহ কারো উপর নারাজ হন তখন তাকে হেদায়েত এর রাস্তা থেকে দুরে সরিয়ে রাখেন। আল্লাহ যখন কারো উপর নারাজ হন তার থেকে সিজদার তৌফিক ছিনিয়ে নেন।
বান্দা মনে করে আমি নামাজ পড়িনা, অথচ তার উপর আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন যে তার থেকে আল্লাহ তায়ালা সিজদার তৌফিক ছিনিয়ে নিয়েছেন। সে জন্য দেখবেন অনেক লোক আসরের পর কারো জানাযা হবে তার জানাযার নামাজ পড়ার জন্য আসে, জানাযার জন্য সে অজুও করে নেয়, কিন্তু সে বাহিরে বাহিরে ঘুরে মসজিদে গিয়ে আসরের নামাজ পড়েনা, সে মনে করে আমি মসজিদে গিয়ে নামাজ পড়িনি, অথচ তার সে ধারনা ভুল বরং আল্লাহ তায়ালা তার নাফরমানির কারনে তার থেকে সিজদার তৌফিক ছিনিয়ে নিয়েছেন।
আল্লাহ বলেন আমি তার কানে পর্দা ঢেলে দিই, তার অন্তরে পর্দা ঢেলে দিই, তার চোখে পর্দা ঢেলে দিই।
خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ
وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ
আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। [সুরা বাকারা - ২:৭]
কোন মন্তব্য নেই