মৃত ব্যক্তির সেলফি, ছবি বা ভিডিও করলে কি হয়?

 মৃত ব্যক্তির সেলফি, ছবি বা ভিডিও করলে কি হয়?



প্রতিটি মৃত্যুই মুলত জীবীতদের জন্য এক একটি ম্যাচেজ, তাই জানাযার পিছনে পিছনে চলার জন্য এরশাদ হয়েছে যাতে মানুষ মৃতের জানাযা দেখে নিজেও মৃত্যুর কথা স্মরণ করে, ইবনে মাজা শরীফের ৪২৫৯ নং হাদীস হযরত ইবনে ওমর (রা) হতে বর্ণিত, একজন আনসারী হুজুর (দ) এর দরবারে আরয করলো, ইয়া রাসুলাল্লাহ সবচেয়ে বিচক্ষণ মুমিন কে? ইরশাদ করলেন যে মৃত্যুকে অধিকহারে স্মরণ করে এবং এরপরের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে। জানাযার সাথে যাওয়ার সময় নিজের পরিণতির কথা ভাবতে থাকুন যে আজকে যেমনিভাবে তাকে নিয়ে যাচেছ, তেমনি ভাবে একদিন আমাকেও নিয়ে যাওয়া হবে, যেমনি ভাবে একে কয়েক মন মাটির নিচে দাফন করা হবে ঠিক তেমনি আমাকেও দাফন করে দেওয়া হবে। এভাবে চিন্তা ভাবনা করা ইবাদত ও সাওয়াবের কাজ।

পক্ষান্তরে যারা এসব না করে শুধু জানাযা ও ময়্যেতের ছবি তুলতে ব্যস্ত- অনেককে দেখা যায় জানাযার নামাজে ইমাম সাহেব নিয়ত বেঁধেছেন তখনও কিছু লোক জানাযা না পড়ে সামনে থেকে ভিডিও বানাচ্ছেন বা ছবি তুলছেন। অথচ মুসনাদুল বাজজার এর ৪৭৯৬ নং হাদীস- মুমিন বান্দার মৃত্যুর পর সবপ্রথম পুরস্কার হলো যে তার জানাযার অংশগ্রহণকারী সকলকে ক্ষমা করে দেওয়া হবে। আপনি যদি ছবি তুলতে ব্যস্ত হয়ে যান তাহলে আপনি কি ক্ষমাপ্রাপ্তদের দলে যেতে পারলেন?

তাছাড়া  আমাদের প্রিয় নবী করিম (দ) নামাজির আগে চলাচল করতে কঠোর ভাবে নিষেধ করেছেন। কেন করেছেন? কারন এতে নামাজির মনযোগ নষ্ট হবে। নামাজির সাথে আল্লাহর যে সম্পক সৃষ্টি হয় সে সম্পকে আপনি বাঁধা দিচ্ছেন যার ফলে আপনি কবিরা গুনাহগার হচ্ছেন।

সুতরাং নামাজের সময় মুসল্লিদের আগে দাঁড়িয়ে ছবি ও ভিডিওর নামে নামাজিদের মনযোগ নষ্ট করা কখনো জায়েজ হবেনা।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.