কবরের মাটি ধসে যাওয়া কি আযাবের আলামত?
কবরের মাটি ধসে যাওয়া কি আযাবের আলামত?
অনেক সময় দেখা যায়
বিশেষ করে বর্ষার সময় বৃষ্টিপাতের কারনে কবরের মাটি বসে যায় বা কবর ধসে যায় আর এই
ধসে যাওয়ার ফলে নানান জনে নানান ধরনের কানাঘুষা করে আর বলাবলি করে কবরে আযাব এর
কারনে মাটি ধসে গেছে, তখন সে মৃত ব্যক্তির আত্মিয় স্বজনেরা পেরেশান হয়ে যান, এমনই
ধরনের একটি বিষয়ে নিয়ে একজন প্রশ্ন করেছেন যে তার বাবা মারা গেছেন কয়েকদিন আগে,
বাবাকে কবর দেয়ার পর প্রচুর বৃষ্টিপাত েএ কারনে কবরের মাটি বসে গেছে, এখন সে ভায়ের
প্রশ্ন হল সে এখন কি করবে? এটা কি কবর আযাবের আলামত কিনা?
যদি নতুন কবর হয়, মৃতের
শরীরও এখনও ঠিক আছে আর তার মধ্যে কবরের সব মাটি যদি দেবে গিয়ে কবরের ভিতর চলে যায়
তাহলে আপনি মাটি বের করে ভিতরে যে তাবুত আছে তা পুনরায় ঠিক করে দিয়ে পুনরায় মাটি
দিয়ে কবরটিকে ঠিকঠাক করে দিতে হবে। আর যদি মাটি বাহির না করে উপর থেকে বন্ধ করে
দিতে চান তাও যথেষ্ট হবে। শরহে সুদুর নামক কিতাবে ধরনের অনেক ওয়াকেয়া বর্ণিত আছে।
আর যারা বলে কবর দেবে
যাওয়া মাটি ধসে যাওয়া কবর আযাবের আলামত, এটা হল মূর্খতাসুলভ কথা, অথচ শরহুস সুদুর
নামক কিতাবে অনেক আল্লাহ ওয়ালাদের ঘটনা বয়ান করা হয়েছৈ বৃষ্টিপাত ও বন্যার কারনে
কবর খুলে গেছে দেবে গেছে আর মানুষ সে লাশগুলিকে বের করে অন্য জায়গায় স্থানান্তর
করেছেন। েএমনকি সাহাবাদের ব্যপারেও এমন ঘটনা প্রসিদ্ধ আছে। সুতরাং যারা দাবী করে
কবরের মাটি ধসে যাওয়াটা কবর আযাবের আলামত তারা মুলত না জেনে আন্দাজেই এসব দাবী করে
থাকেন। যারা এমন দাবী করেন তাদের কাছে এর পক্ষে কুরআন ও হাদীসের দলিল তলব করবেন,
যদি সে দলিল দিতে না পারে তাহলে যে দাবী করল সে গুনাহে কবিরা করল। অতএব কোন কারনে
কবর দেবে যাওয়া কবরের মাটি ধসে যাওয়া এটা কবর আযাবের আলামত নয়।
কোন মন্তব্য নেই