খবরদার! দোয়া করার সময় হাত তুলে এ ভুলটি করবেন না
যখনই দোয়া করেন এ ভুল কখনো করবেন না
যে জিনিষের সম্পর্ক
আমার ও আপনার সাথে তার একটি লিমিটেশন আছে, সীমিত চিন্তা, সীমিত অভিজ্ঞতা, সীমিত শক্তি,
কিন্তু যে জিনিষের সম্পক আল্লাহর সাথে তা এত বড় এত মহান যেখানে আপনার আমার চিন্তা সফরও
করতে সক্ষম নয়।
ইবরাহিম (আ) কাবা
ঘর বানালেন আর দোয়া করলেন? যেটাকে আমরা বলে থাকি এটা হতেই পারেনা, অসম্ভব। পাথরের পাহাড়ে
যাদের অবস্থান তারা ফল কোথা থেকে পাবে? (ওয়ারজুকহুম মিনাস সামারাত) আল্লাহ সে দোয়াও
কবুল করে নিয়েছেন। যেটাকে আমরা বলে থাকি অসম্ভব। ইবরাহিম (আ) সে দোয়া করে দিয়েছেন হে
আল্লাহ মক্কার অধিবাসিদেরক ফল ফলাদির নেয়ামত দান করুন। সে জন্য দেখবেন আজ দুনিয়ার মধ্যে
ফল ফলাদি যখন শেষ হয়ে যায় কিন্তু মক্কায় তখনও পাওয়া যায়। সারা দুনিয়াতে যে জিনিষ থাকুক
বা না থাকুক মক্কা মদীনায় তা প্রচুর পরিমাণে পাওয়া যায়।
(এয়ামহুল্লাহু
মা এয়াশাউ ওয়া ইউছবিত) আল্লাহ যদি চান তকদীরের লিখাও বদলে দিতে পারেন। আর যদি তিনি
চান সেটাকে বজায় রাখতে পারেন। সে জন্য যখনই আল্লাহর কাছে চাও খুব বেশী বেশী চাও,
হাদীসের শব্দ
যখনই তোমাদের মধ্যে কেহ দোয়া করে (ফাল ইউকছির)
সে যেন খুব বেশী বেশী দোয়া করে। এটা চিন্তা করবেনা যে জানিনা হবে কি হবেনা।
দোয়াতো তারই কবুল
হয় (উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা) এই বিশ্বাসের সাথে দোয়া কর যে কবুল হবে,
আমার রব দোয়া কবুল করবেন, কোন শক্তি নাই যে সে দোয়াকে বাঁধা দিবে। আমার দোয়া কবুল করবে
কি করবে না সে ব্যপারে আল্লাহ কারো সাথে পরামশ করবেন না, তাই আমি আমার প্রভুর কাছে
দোয়া করছি তিনি আমার দোয়া কবুল করবেন এই বিশ্বাসের সাথে খুব বেশী দোয়া করতে করতে হবে।
কোন মন্তব্য নেই