ইহুদী প্রশ্ন করে ধরা খেল। দাঁত ভাঙ্গা জবাব। ফিলিস্তিন । গাজা। মসজিদে আকসার বর্তমান অবস্থা

 ইহুদীরা আজীবনই মুসলমানদের শত্রু, শত্রু নয় শুধু ভয়ংকর শত্রু



আল্লাহ কুরআনেই সে ঘোষনা দিয়েছেন সুরা মায়েদার ৮২ নং আয়াতে

لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُواْ الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُواْ

আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী মুশরেকদেরকে পাবেন [সুরা মায়েদা:৮২]

তারা সদা তৎপর ছিল ইসলামকে ভুল প্রমাণ করতে, নবীকে ভুল প্রমাণ করতে একদিন হযরত আলী (রা) আল্লাহর রাসুলের একটি হাদীস বয়ান করছেন যে-

আরশের নিচ থেকে ৪টি নদী প্রবাহিত

১ম টি হল পানির নহর, ২য় টি  পবিত্র শরাবের নহর, ৩য় টি দুধের নহর, ৪থ টি হল পরিস্কার মধুর নহর।

এক ইহুদী হযরত আলী (রা) এর কাছে প্রশ্ন করলেন হযরত একই সেন্টার থেকে ৪ ধরনের নহর কিভাবে বের  হবে?

তখন হযরত আলী (রা) বুঝতে পারলেন এই ইহুদীর উদ্দেশ্য হল ইসলাম ধর্মের ভুল ধরা, নবীর বাণীর ভুল ধরা।

এবার হযরত আলী (রা) সে ইহুদীকে বুঝালেন যদি তোমার মাথা ১টি হয় আর তার থেকে যদি চোখ দিয়ে পানি বের হয় তার এক রকম, নাক দিয়ে বের হয়ে তা ভিন্ন রকম, কান দিয়ে বের হয়ে তা আরেক রকম, মুখ দিয়ে বের হলে তা আরেক রকম,

যদি মাথার ১টি সেন্টার থেকে আল্লাহ তায়ালা নাক কান চোখ ও মুখ দিয়ে ৪ ধরনের পানি বের করতে পারেন তাহলে তিনি কি আরশের নিচে থেকে ৪ প্রকারের নহর বের করার শক্তি রাখেন না?

এ কথা বলার পর ইহুদীর কু উদ্দেশ্য ব্যথ হয়ে গেল।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.