কত বছর থেকে পর্দা ফরয হয়? কত বছর থেকে কন্যা সন্তানকে বোরকা ও নেকাব পড়াতে হয়?

 

কত বছর থেকে পর্দা ফরয হয়? কত বছর থেকে কন্যা সন্তানকে বোরকা ও নেকাব পড়াতে হয়?



সম্মানিত দশক মন্ডলী ইসলামী শরীয়তের প্রশ্নোত্তর পবে স্বাগতম, এক ভাই প্রশ্ন করেছেন আমার কন্যা সন্তান আছে সে এখন ক্লাস ফাইভে পড়ে তাঁকে কত বছর বয়স থেকে বোরকা ও নেকাব পড়াতে হবে?

কন্যা সন্তানকে ৭ বছর বয়স থেকে বোরকা পড়ানোর অভ্যাস করাতে হবে, কেননা নবী করিম (দ) ৭ বছর বয়স থেকে নামাজের হকুম দেয়ার কথা বলেছেন, ১০ বছর বয়স হয়ে গেলে তাকে মেরে মেরে নামাজ পড়াও, অর্থ্যাৎ নামাজের ব্যপারে ১০ বছর থেকে কঠোরতা অবলম্বন করার হকুম দিয়েছেন। সেজন্য ৭ বছর বয়স থেকেই যথাসম্ভব বিছানা আলাদা করে দেয়া দারকার, না হয় ১০ বছরে অবশ্যই অবশ্যই বাচ্চার বিছানা আলাদা করে দিতে হবে।

৭ বছর থেকে নামাজের তালিম দেয়া, এ জন্য জরুরী যাতে অভ্যাস হয়, তেমনি মেয়েকে ৭ বছর থেকে বোরকা পড়ার জন্য উৎসাহ দিলে সে বালেগা হওয়ার আগে আগেই এ ব্যপারে তৈরী হয়ে যাবে। আর ৭ বছর থেকে নেকাব পড়া জরুরী নয়, তবে সে যখন ৯ বছরে পৌঁছে যায় তখন তাকে চেহেরার নেকাব করার জন্য উদ্বোদ্ধ করতে হবে।যাতে বালেগা হওয়ার আগে আগে নেকাব ব্যবহারে অভ্যস্থ হয়ে যায়।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.