কত বছর থেকে পর্দা ফরয হয়? কত বছর থেকে কন্যা সন্তানকে বোরকা ও নেকাব পড়াতে হয়?
কত বছর থেকে পর্দা ফরয হয়? কত বছর থেকে কন্যা সন্তানকে বোরকা
ও নেকাব পড়াতে হয়?
সম্মানিত দশক মন্ডলী ইসলামী শরীয়তের প্রশ্নোত্তর পবে স্বাগতম,
এক ভাই প্রশ্ন করেছেন আমার কন্যা সন্তান আছে সে এখন ক্লাস ফাইভে পড়ে তাঁকে কত বছর বয়স
থেকে বোরকা ও নেকাব পড়াতে হবে?
কন্যা সন্তানকে ৭ বছর বয়স থেকে বোরকা পড়ানোর অভ্যাস করাতে হবে,
কেননা নবী করিম (দ) ৭ বছর বয়স থেকে নামাজের হকুম দেয়ার কথা বলেছেন, ১০ বছর বয়স হয়ে
গেলে তাকে মেরে মেরে নামাজ পড়াও, অর্থ্যাৎ নামাজের ব্যপারে ১০ বছর থেকে কঠোরতা অবলম্বন
করার হকুম দিয়েছেন। সেজন্য ৭ বছর বয়স থেকেই যথাসম্ভব বিছানা আলাদা করে দেয়া দারকার,
না হয় ১০ বছরে অবশ্যই অবশ্যই বাচ্চার বিছানা আলাদা করে দিতে হবে।
৭ বছর থেকে নামাজের তালিম দেয়া, এ জন্য জরুরী যাতে অভ্যাস হয়,
তেমনি মেয়েকে ৭ বছর থেকে বোরকা পড়ার জন্য উৎসাহ দিলে সে বালেগা হওয়ার আগে আগেই এ ব্যপারে
তৈরী হয়ে যাবে। আর ৭ বছর থেকে নেকাব পড়া জরুরী নয়, তবে সে যখন ৯ বছরে পৌঁছে যায় তখন
তাকে চেহেরার নেকাব করার জন্য উদ্বোদ্ধ করতে হবে।যাতে বালেগা হওয়ার আগে আগে নেকাব ব্যবহারে
অভ্যস্থ হয়ে যায়।
কোন মন্তব্য নেই