কিয়ামতের যে ২৫টি আলামত প্রকাশ হয়ে গেছে

 

কিয়ামতের এ ২৫টি আলামত প্রকাশ হয়ে গেছে



১) সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হবে নিচু লোকদের উত্থান হবে হাকেম;

২) মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা হৈহট্টগোলের প্রবণতা দেখা যাবে তিরমিজি;

৩) অপরাধী অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে তিরমিজি;

৪) সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্বে থাকবে তিরমিজি

৫) মানুষকে শ্রদ্ধা করা হবে তার অনিষ্ট ক্ষতির ভয়ে তিরমিজি;

৬) স্বল্পবুদ্ধির লোকেরা জাতির মুখপাত্র বনে যাবে মাজমাউজ যাওয়াইদ

৭) মিথ্যা সাক্ষী বেড়ে যাবে আহমাদ

৮) মানুষের অন্তরে হিংসা কৃপণতা বৃদ্ধি পাবে আহমাদ

৯) প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে আহমাদ

১০) অশ্লীলতার সয়লাব শুরু হবে আহমাদ

১১) আমানতদারকে অবিশ্বাস আর খেয়ানতকারীদের বিশ্বাস করা হবে হাকেম;

 ১২) সম্পদ কোথা থেকে কীভাবে এলো তার বাছবিচার করবে না কেউ বোখারি;

১৩) মানুষ স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না তিরমিজি

১৪) মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জা করা হবে নাসাঈ

১৫) সমাজে কারি ফকিহ আলেম কমে যাবে হাকেম

১৬) নির্বোধরাই বেশি সফল হবে ত্বহাবি;

১৭) ভূমিকম্পের হার বেড়ে যাবে আহমাদ;

১৮) মিথ্যার প্রচলন বাড়বে মুসলিম;

১৯) সাক্ষ্য চাওয়া ছাড়াই আগ বেড়ে সাক্ষ্য দেয়ার লোক প্রকাশ পাবে মুসলিম

২০) ছাগলের রাখাল, নগ্নপদের লোকেরা বস্ত্রবঞ্চিতরা অট্টালিকা হাঁকাবে মুসলিম;

২১) ক্রীতদাসীর গর্ভ থেকে মালিকের জন্ম হবে মুসলিম;

২২) জুলুমবাজ লোকেরা ছড়ি চামড়ার বেত দিয়ে নিরীহ মানুষকে প্রহার করবে আহমাদ

২৩) স্বল্পবসনা নারীর সংখ্যা বেড়ে যাবে মুসলিম

২৪) আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে আহমাদ;

২৫) অশ্লীলতার সয়লাব শুরু হবে আহমাদ;

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.