সতর খোলা রেখে উলঙ্গ হয়ে ঘুমালে কি হয়? ইসলামে ঘুমানোর সঠিক নিয়ম। মাসায়ালা মাসায়েল। প্রশ্নোত্তর পর্ব

 সতর খোলা রেখে উলঙ্গ হয়ে ঘুমালে কি হয়?



এক ভাই প্রশ্ন করেছেন পার্সোনাল রুমে সতর খুলে উলঙ্গ ঘুমানো যাবে কিনা? উলঙ্গ ঘুমালে কি ক্ষতি হয়?

 

ইংরেজদেরকে দেখে দেখে অনেকের অভ্যাস হয়ে যায়  তাদের নিয়মকে আপন করে নেয়ার।

যখন কোন মানুষ সতর খুলে বিসমিল্লাহ না পড়লে তখন কাফের জিনেরা সে বান্দার দিকে ধেয়ে আসে। এবং তারা এত বেশী ক্ষতি করে যা আপনি ভাবতেও পারবেন না।

আর যদি বিসমিল্লাহ বলে সতর খুলেন তখন যদিও জিনেরা আসেনা কিন্তু ফেরেশতারা লজ্জার কারনে সেখান থেকে দুরে চলে যায়।


তাছাড়া নবী করিম (দ) এর ফরমানে আলী শান যার টুকরা হল। লজ্জার ব্যপারে আল্লাহ তায়ালা সবচেয়ে বেশী হকদার। তাই আল্লাহকে লজ্জা করে সতর খোলা রাখা অনুচিত।

তাছাড়া আয়াতুল কুরসি পড়ে কেহ ঘুমালে তাকে ফেরেশতারা পাহাড় দেয়, তার কাছে শয়তানকে আসতে দেয়না, এখন আপনি যদি উলঙ্গ হয়ে ঘুমান তাহলে আপনার কাছে ফেরেশতা কিভাবে থাকবে কিভাবে পাহাড় দিবে?

 

 সে জন্য যখন আপনি ঘুমাতে যাবেন  কোন ঢিলা ঢালা পোষাক পরিধান করে নিবেন। আর যদি গরম বেশী অনুভব করেন যদি পুরুষ হয়ে থাকেন কমপক্ষে নাভি থেকে নিয়ে হাটুর নিচ পযন্ত হালকা পাতলা ঢিলে ঢালা কাপড় পরিধান করে নিবেন। বাকী অংশ খোলা রাখতে পারবেন। যদি সম্পূণ উলঙ্গ ঘুমান তা জায়েজ হবেনা এবং ক্ষতির কারন হবে।

 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.