বালিশের নিচ থেকে কোটি কোটি টাকা বের হবে এমন দোয়া কি আছে? ধন দৌলত বৃদ্ধির ওজিফা।
বালিশের নিচ থেকে কোটি কোটি টাকা বের হবে এমন দোয়া কি আছে?
ধন দৌলত বৃদ্ধির ওজিফা।
অনেক লোক আছেন যারা ওজিফা তালাশ
করেন এমন ওজিফা যাতে মালদার হয়ে যেতে পারে, আর তারা যখন কোন একটি ওজিফা করা আরম্ভ করে
তখন ভাবতে থাকে আমি এই ওজিফা করে রাতে ঘুমাব আর সকালে বালিশের নিচ থেকে কোটি কোটি টাকা
বের হয়ে আসবে। আর রাতারাতি আমি কোটিপতি হয়ে যাব। মনে রাখবেন সফলতা সেই পায় যে মেহনত
করে সে জন্য কুরআন বলছে সুরা নজম ৩৯ নং আয়াতে
وَأَن
لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى
এবং মানুষ তাই পায়, যা সে করে, [সুরা নাজম - ৫৩:৩৯]
ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসেনা। যদি ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসত তাহলে দুনিয়ায়
এমন অনেক আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াদারি করে গেছেন যারা দোয়া করে মৃতকে জীবীত করতে
পারত কিন্তু তবুও তারা বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেননি বরং প্রেকটিক্যাল ময়দানে
কাজ করেছেন মেহনত করেছেন ফলে আল্লাহ তাদেরকে কামিয়াবি দিয়েছেন। আমাদের নবীর (দ) কথাই
চিন্তা করুন, তিনি কেন এত মেহনত করেছেন? এত কষ্ট করেছেন? শুধু উম্মতকে শিক্ষা দেয়ার
জন্য। অনেক ছাত্র ছাত্রী পড়া লেখা করেনা আর স্বপ্ন দেখে হুজুর থেকে তাবিজ নিব আর পাশ
করে ফেলব।
আপনি কোন চেষ্টাই করলেন
না, কোন পড়ালেখাই করলেন না, কোন ইনভেস্টই করলেন না, দোকান খুলে বসলেন না, চাকরী পেতে
মেহনত করলেন না এমনিতেই দোয়া আর ওজিফা কিংবা তাবিজ দিয়ে সব হয়ে যাবে? দোয়া ওজিফা নিজ
জায়গায় ঠিক আছে তা করতে হবে তবে প্রথম হল চেষ্টা করা প্রস্তুতি নেয়া মেহনত করা।
তাই কুরআন বলে দিয়েছেন
وَأَنَّ
سَعْيَهُ سَوْفَ يُرَى
যা তুমি চেষ্টা করেছ তারই প্রতিদান তোমাকে দেখানো
হবে। [সুরা নাজম - ৫৩:৪০]
কোন মন্তব্য নেই