মালালা বিয়ে নিয়ে এক কি বললেন? মুফতি তারেক মাসুদ এর জবরদস্ত জবাব

 মালালা বিয়ে নিয়ে এক কি বললেন? মুফতি তারেক মাসুদ এর জবরদস্ত জবাব



২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন পাকিস্তানের কম বয়স্ক নারী মালালা

ব্রিটিশ ভোগ সাময়িকীর জুলাই 2021 সংস্করণে প্রচ্ছদকন্যা হয়েছেন নোবেলজয়ী মালালা ভোগ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে মালালা বলেন, আমি বুঝি না মানুষকে কেন বিয়ে করতে হবে আপনি যদিও জীবনে কাউকে চান তাহলে বিয়ের কাগজপত্রে কেন স্বাক্ষর দিতে হবে? এমন একে অপরের সহযোগী হয়ে থাকা যায় না?

অর্থ্যাৎ মুসলমানদের বিবাহের যে প্রথা সে প্রথাকেই মুলত মালালা প্রশ্ন ছুড়ে দিয়েছে-

এই কথাটি নিয়ে পাকিস্তান সহ সারা বিশ্বের মুসলমানদের মধ্যে বেশ ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের জের ধরে পাকিস্তানের একজন প্রখ্যাত মুফতি জনাব তারেক মাসুদ সাহেব বলেন

এটা অনেক বড় ভুল, এটাকে ছোট ভুল বললে হবেনা, এর দ্বারা আমাদের ফ্যামেলি সিস্টেম আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, আর যারা আমাদের মুসলমানদের শত্রু তারা এটাই চায়, যারা আমাদের কুরআনের শত্রু, আমাদের মুসলিম সংস্কৃতির শত্রু,

আল্লাহ কুরআনে বলেন (ওয়াদ্দু লাও তাকফুরুনা কামা কাফারু) যেমন এসব কাফেরেরা নিজেরা বরবাদ হয়েছে, এসব কাফের চায় তোমরা মুসলমানরাও বরবাদ হয়ে যাও।

এসব কাফেরদের সেখানে কুকুরের কালচার চলে, গালফ্রেন্ট বয়ফেন্ডের কালচার যখন হয় তখন বৃদ্ধা অবস্থায় কুত্তা পালতে হয়, সন্তান সন্ততি নাই তাই তারা কুত্তা পালে। মুসলমানদের আল্লাহর শোকর করা দরকার কারন মুসলমানরা সন্তান লালন পালন করেই সময় কেটে যায়। মানুষ বলে মুসলমানরা কুত্তা কেন পালেনা? মুসলমানদের কুত্তা পালার দরকার কি? মুসলমানতো মানুষ পালে আলহামদুলিল্লাহ আর বৃদ্ধ কালে তারা সে সন্তান নাতি পতির কাছ থেকে মহব্বতও পায়। আলহামদুলিল্লাহ! মুসলমানদের কুত্তা পালার দরকার নাই। সাদা চামড়ার লোকদের কুত্তা পালা দরকার কারন তাদের কোন বংশধরই নাই। তাই তারা সময় কাটাতে কুতাতা পালে।

তাই বিবাহ বহির্ভূত সম্পক এসব হল ছন্নছাড়া লোকদের কালচার তাই একে প্রমোট করবেন না।


#Malala #Muftitariqmasood #Islamicnews #Jaalhaq

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.