সৌদি আরবে নামাজে মাইক নিষিদ্ধ আসল রহস্য কি? Loudspeakers banned in Saudi
সৌদি আরবে
নামাজে মাইক নিষিদ্ধ রহস্য কি?
বিসমিল্লাহির রাহমানির রাহিম, একটি
খবর শুনে অনেকের মত আমারও মন খারাপ হয়ে গেছে, অনেকে এর পক্ষে যেতে পারেন কিন্তু
আমি ব্যক্তিগত ভাবে এই হকুমটি পছন্দ করিনি।
খবরটি হল সৌদি আরবে আযান ও একামত
ব্যতীত লাউড স্পিকারের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
আসুন আমরা জেনে নিই কোন যুক্তিতে এই
হকুম জারি করেছে এবং এর দ্বারা মুসলমান রাস্ট্রগুলির কি ক্ষতি হবে তা জেনে নিই
সৌদি আরবের যে ওয়াজারাতে মাযহাবী উমুর
আছে তাদের পক্ষ থেকে এই হকুম নামা এসেছে। আর এই হকুমের ভিত্তি ২টি ফতোয়ার উপর
হয়েছে। যে ফতোয়া দিয়া হয়েছে শেখ সালে আল ফাউজান, এবং মুহাম্মদ বিন সালের পক্ষ
থেকে।
এই দুইজন শুয়ুখের পক্ষ থেকে ফতোয়া হল
হাদীসের আলোকে এই কথা প্রমাণিত হয় যে, মসজিদের যে ইমামের কেরাত হয় সে কেরাতের আওয়াজ
শুধুমাত্র নামাজিদের কান পযন্ত পৌঁছানো জরুরী। আর এ ছাড়া তারা বলেছেন মসজিদ এলাকার
আশে পাশে যে সব লোক থাকেন তাদের মধ্যে অনেক অসুস্থ লোকও থাকেন, অনেক ছোট বাচ্চাও
থাকেন, অনেক সময় বাচ্চাদের নিদ্রাও এর ফলে ডিস্টাব হয়,
এটা হল তাদের যুক্তি আমি মনে করে এই
যুক্তিতে যদি মসজিদে কেরাত লাউড স্পিকারে পড়া বন্ধ করা হয় কিছুদিন পর একই যুক্তিতে
আযান একামতও বন্ধ হবে নিঃসন্দেহে।
তাছাড়া সৌদি শায়েখেরা আরো বলেন কুরআনে
পাক যখন পাঠ করা হয় তখন মনযোগ দিয়ে শুনা ওয়াজিব, যদি কুরআনে পাক তেলাওযাত করলে তখন
কেহ যদি তা না শুনে তাতে কুরআনের অবমাননা হয় এবং না শুনলে সে গুনাহগার হয়, তবে এই
যুক্তিটি যুক্তিযুক্ত। কারন দেখা যায় অনেক লোক নামাজের সময় মসজিদে না গিয়ে বাহিরে
বসে বসে মোবাইল চালাচ্ছে, তখন মসজিদের মাইকে কুরআন তেলাওযাত হচ্ছে আর সে মোবাইলে
গান শুনছে এতে করে কুরআনের বেহুরমতি হচ্ছে।
এ ধরনের কিছু কারনে সৌদি আরবে এই হকুম
জারি করা হয়েছে যে শুধু লাউড স্পিকারের আযাব ও একামত হবে আর নামাজের কেরাতসমুহ
শুধু মসজিদের ভিতরের সে স্পিকার আছে তাতে হবে, নামাজে লাউড স্পিকারের উপর এখন
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে এই মতামতের পক্ষে কিছু লোক থাকলেও
অধিকাংশ মুসলমান এই মতকে গ্রহণ করতে পারেননি, কারন সৌদি আরবের এই হকুমকে পুঁজি করে
বিভিন্ন মুসলিম দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশেও এমন হকুম চলে আসতে পারে সৌদি
আরবে আযাব একামত দেয়া এখনও জায়েজ আছে কিন্তু এই যুক্তিতে সামনে রেখে আগামীতে লাউড
স্পিকারে আযান একামতও হয়ত বন্ধ হয়ে যেতে পারে।
কোন মন্তব্য নেই