মানুষ চিনার উপায়। মানুষকে যাচাই করার ৬টি সুত্র How to Evaluate Someone?

 মানুষকে যাচাই করার সুত্র

How to Evaluate Someone?

হযরত আলী (রা) এর বর্ণিত ৬টি সুত্র 



কাউকে পরখ করা যাচাই করার নিয়ম আমাদের জানা দরকার। এ ব্যপারে খুব বড় শানদার বাণী হযরত আলী (রা) এর  যা আমাদের দৃষ্টিকে খুলে দেয়। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে তাই আমার ইচ্ছা হল আপনাদের কাছে শেয়ার করি

১ম বাণী হল- কারো বংশ মর্যাদা যাচাই করতে চাওতো তাঁকে সম্মান দাও।

অর্থ্যাৎ আপনি কাউকে খুব সম্মান দিলেন এখন দেখুন সে কি আপনার সে সম্মানকে সামলাতে পেরেছে কিনা? যদি সে সত্যিই সম্মান পাওয়ার যোগ্য হয় উচ্চ বংশের লোক হয় সে আপনার দেয়া সম্মানকে সামলাতে পারবে। আর সে উক্ত সম্মানকে মেনটেইন করবে।

কিন্তু যে সম্মানের উপযুক্ত নয়, নিচু বংশের লোক, আর আপনি যদি তাঁকে সম্মান দেন তাহলে সে আপনার দেয়া সম্মান পেয়ে সেটা তার প্রাপ্য হক মনে করতে থাকবে। আর হতে পারে সে এই ভুল ধারনার বশবর্তী হয়ে আপনাকে ক্ষতি পৌঁছাবে।

আর একজন সম্মানের অনুপযুক্ত নিঁচু বংশের লোক সবার আগে তারই ক্ষতি করে যে তাঁকে সম্মান দিয়েছে। সে জন্য আপনি কারো বংশ যাচাই করতে চানতো তাকে সম্মান দিয়ে দেখুন তাহলে অল্প দিনেই বুঝতে পারবেন আসলে সে কি?

 

২য় বাণী হল- কারো প্রকৃতি দেখতে চাইলে তাকে স্বাধীনতা দিয়ে দেখ

এটা অনেক বড় হিউম্যান রিসোর্সের নিয়ম- আপনি কাউকে স্বাধীনতা দিয়ে দেখুন যেমন তাঁকে গাড়ির চাবি দিয়ে যাচাই করতে পারেন, কিংবা ঘরের চাবি দিয়ে দেখতে পারেন,  অনেক টাকা দিয়ে দেখুন,  যদি এভাবে তাকে স্বাধীনতা দিয়ে দেন তাহলে সে তার ভিতর যে প্রকৃতি আছে তা সে আপনাকে দেখিয়ে দিবে, যেটা তার এরাদা যেটা তার মনের ভিতর লুকায়িত আছে সেটা সে করা আরম্ভ করে দিবে।

আপনি কাউকে ফ্রিডম দিয়ে দেখুন তাকে মনিটর করবেন না, তাঁকে তার অবস্থায় ছেড়ে দিন, কারন হিউম্যান রিসোর্সের এটা অনেক বড় রুলস যে অনেক লোককে আপনি আপনার সামনে অনেক আদব কায়দা ওয়ালা দেখতে পাবেন, কিন্তু যখনই তাঁকে ফ্রিডম দিয়ে দেখবেন তার চেহেরা বিলকুল পাল্টে যাবে। যা দেখে আপনি হয়রান হয়ে যাবেন।

 

৩য় বাণী হল- কারো নিয়ত ঠিক কিনা তা যাচাই করতে হলে তাকে ঋণ দিয়ে দেখুন

যার নিয়ত ঠিক নয় দেখবেন সে আপনার কাছ থেকে যে কোন বাহানায় ঋণ নিতে পারলে আর আপনার ধরা ছোয়াতেও আসবে না। আর এমন ধরনের মানুষের সংখ্যা বেশী দেখা যায়।

৪থ বাণী হল- কারো অভ্যাস ঠিক কিনা তা যাচাই করার জন্য তার সাথে খাবার খান

সাপের অভ্যাস হল দংশন করা, সিংহের অভ্যাস হল হুংকার দেয়া, সকুনের অভ্যাস হল মরা খাওয়া।সে জন্য কারো অভ্যাস কি তা যাচাই করার প্রয়োজন হলে জনাবে ইমামে আলী ফরমান আপনি তার সাথে খাবার খান,

আপনি যখন কারো সাথে খাবার খাবেন তখন যে বড় মাপের লোক সে ভালো অংশটা আপনার দিকেই এগিয়ে দিবে, সে নিজে না খেয়ে আপনাকে খাওয়ানোতে ব্যস্ত হয়ে যাবে। আর যে ছোট মাপের মানুষ সে খাবারের ভালো অংশটা আগে নিজের পাতে নিয়ে নিবে সে সেখানে তার লালসাকে কন্ট্রোল করতে পারেনা, এভাবে যখন কারো সাথে আপনি খাবেন তখন সে লোকের আসল অভ্যাস আপনি বুঝে নিতে পারবেন।

৫ম বাণী হল- কোন লোকের ভিতর ধৈর্য্য পরীক্ষা করার জন্য তাঁর সমালোচনা করে দেখুন

সমালোচনা এমন একটি বিষয় যা সকলেই বরদাশত করতে পারেনা।এটা লাইফের অনেক বড় গুরুত্বপূণ উসুল। আপনাকে সমালোচনা বরদাশত করা শিখতে হবে। কোন ভালো মানুষ আর তার কোন বিরোধী হবেনা এমনটি হতেই পারেনা। এমন হতেই পারেনা যে একজন দক্ষ লোক আর তার বিরুদ্ধে সমালোচনা হবেনা।

আর সমালোচনা সকলে বরদাশত করতে পারেনা। আর সমালোচনায় ধৈর্য্য এমন একটি জিনিষ যে আপনি তার সমালোচনার জবাব দিবেন না, যদি ধৈর্য্য ধরেন তাহলে নিশ্চয় সময়ই জবাব দিয়ে দিবে। যতই সময় পার হবে আপনার চুপ থাকার কারনেই সঠিক জবাব সমালোচনাকারীর কাছে যথাযথ পৌঁছে যাবে।

সে জন্য যতই ধৈর্য্যশীল হবে তত বেশী বরদাশত করবে।  

 

৬ষ্ঠ বাণী হল- কারো খুলুছিয়ত যাচাই করতে চাইলে তার থেকে পরামশ নিন।

এই বিষয়টি যারা কোন একটি প্রতিষ্ঠান চালান তাদের জন্য খুবই জরুরী, কারন যিনি প্রতিষ্ঠান চালান তার উচিত একা সিদ্ধান্ত না নিয়ে কোন কোন বিষয়ে অপরের পরামশ গ্রহণ করা। এতে ২টি ফায়দা হয় (১) অন্যরাও টিমের অংশ বনে যায় (২) আপনি তার ক্যাপাসিটি কতটুকু তা বুঝতে পারবেন, সে কতটুকু দক্ষ।সে কতটুকু ক্রিয়েটিভ।

একটি কথা মনে রাখবেন যে কোন বিষয়ে উন্নতি করার জন্য ভালো পরামশ দাতা জরুরী। আর যার খুলুছিয়ত আন্তরিকতা বেশী সে আপনাকে সুপরামশই দিবে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.