ফজরের পর যে ঘুমায় তার উপর আল্লাহর ২টি আযাব আসে

 ফজরের পর যে ঘুমায় তার উপর আল্লাহর ২টি আযাব আসে



বতমানে সারা দেশে ৯০% মুসলমানের ঘরে সকাল বেলা গেলে দেখতে পাবেন গোটা ঘরের সকলেই ঘুমানোর মধ্যে কাটিয়ে দিচেছ সারা ঘর না শুধু গোটা এলাকাকে সকাল বেলা কবরস্থান মনে হবে। কারন সকলেই সকাল ৯টা পযন্ত ঘুশে থাকে। তাই আজ মুসলমানদের ঘরসমুহ বরকতশূণ্য হয়ে গেছে।

আজ থেকে ২০ বছর আগেও আমাদের দেশে প্রতি ঘর থেকে সকাল বেলা কুরআনের আওয়াজ শুনা যেত কিন্তু আজকাল মানুষ সারা রাত জেগে জেগে সিরিয়াল দেখে, মুভি দেখে, গান শুনে, সোস্যেল মিডিয়ায় সময় কাটায় আর দেরী করে ঘুমায় সকালে ১০/১১টায় ঘুম থেকে জাগে, যদি কেহ ফজরের নামাজও পড়ে সাথে সাথে আবার ঘুমিয়ে যায়।

হাদীসে পাকে আছে-

যে লোক ফজরের পর ঘুমাতে অভ্যস্থ হয়ে যায় আল্লাহ তায়ালা তার স্মরণক্ষমতা বিলুপ্ত করে দেন।

আপনারা পরীক্ষা করে দেখবেন যে সব মহিলা ফজরের পর ঘুমানোর অভ্যাস আছে সে ভুলোমনা হয়, সব কথা ভুলে যায়, কোন কাজ করতে ভুলে যায়, কোন কিছু কোথায় রেখেছে ভুলে যায়, স্বামীকে কোন কথা বলতে ভুলে যায়, এ রকম বেশী বেশী ভুলে যাওয়া সাধারণত ফজরের পর ঘুমানোর কারনে হয়।

কোন কোন রেওয়ায়েতে এসেছে যে ফজরের পর ঘুমায় হালাল রিযিক তার জন্য কমিয়ে ফেলা হয়। সুতরাং এদিক সেদিক থেকে সে অনেক কিছু পাবে কিন্তু হালাল রিযিকের দরজা তার জন্য বন্ধ করে দেয়া হয়।

তবে যারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে তারা ইশরাকের নামাজের পর কিছুক্ষণ আরাম করতে পারবে। ইশরাকের পর শোয়া বিলকুল ঠিক আছে। কিন্তু ফজর ও এশরাকের মাঝে কোন ভাবেই ঘুমানো উচিত নয়।


Youtube link

https://www.youtube.com/c/jaalhaq

Blog

https://myjaalhaq.blogspot.com/

Facebook Link

https://www.facebook.com/Jaalhaqbd

https://www.facebook.com/groups/jaalhaqbd

Instagram Link

https://www.instagram.com/jaalhaq.bd/

 

#ফজরেরনামাজ #নামাজ #আযাব #ঘুম #সালাত

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.