আরব দেশে ইমামরা দাঁড়ি কেন রাখেনা?
আরব দেশে ইমামরা দাঁড়ি কেন রাখেনা?
মাওলানা মুফতি তারেক মাসুদ
বলেন আমি সৌদি আরবে এক মসজিদে এক আলেমের দরসে বসে গেলাম, সে আলেম ফেকাহ পড়াচ্ছিলেন।
সে আলেমের মুখেও দাঁড়ি নাই আর সেখানে যে সব তালেবে এলম ছিলেন তাদের মুখেও দাঁড়ি নাই।
ফলে সে সব তালেবে এলমদের চেহেরায় নুর দেখতে পেলাম না।
কিন্তু আমাদের মাদরাসা
সমুহে গেলে ছাত্রদের চেহেরা থেকে এক ধরনের নুর বিচ্ছুরিত হয, সে জন্য সব বিষয়ে আরবদের
দ্বারা প্রভাবিত হবেন না।
আমি এটা বলছিনা যে তারা
সব কিছুতে আমাদের চেয়ে খারাপ। তাদের মাঝে এমন অনেক সৌন্দর্য্য আছে যা আমাদের মাঝে নাই।
তবে দাঁড়ি টুপি এসব হল ইসলামের শায়ের। সেখানে যদি একজন আলেমেরই দাঁড়ি না থাকে তাহলে
আমামদের কি অবস্থা হবে?
সুতরাং আরব দেশে দাঁড়ি
ছাড়া অসংখ্য ইমাম মুয়াজ্জিন দেখা যায় এটা অনেক বড় বেদাত। তবে আপনারা যদি কোন দাঁড়ি
ওয়ালা ইমাম পেয়ে যান তাহলে ভাল আর যদি না পান তাহলে জামায়াত ছাড়বেন না, সে দাড়ি ছাড়া
ইমামের পিছনে জামায়াত পড়ে নিবেন। আর পারলে ছোট একটা চিরকুট লিখে দিবেন মুহতারাম ইমাম
দাঁড়ি রাখুন। সে চিরকুট ইমামের পাশে রেখে সেখান থেকে পালবেন।
Youtube link
https://www.youtube.com/c/jaalhaq
Blog
https://myjaalhaq.blogspot.com/
Facebook Link
https://www.facebook.com/Jaalhaqbd
https://www.facebook.com/groups/jaalhaqbd
Instagram Link
https://www.instagram.com/jaalhaq.bd/
#আরব #ইমাম #দাঁড়ি
কোন মন্তব্য নেই