কুরবানী দাতার জন্য ৩ ধরনের গোস্ত খাওয়া জায়েজ নাই
কুরবানী দাতা কখন গোস্ত খেতে পারবেনা?
কিছু কিছু ক্ষেত্রে কুরবানী দাতার জন্য কুরবানীর
গোস্ত খাওয়া জায়েজ নাই। গরীব মিসকিনকে সদকা করে দিতে হবে যেমন
১।কুরবানীর দিনগুলোতে যদি পশু জবেহ করতে না পারে
তাহলে খরিদকৃত পশুই সদকা করে দিতে হবে। তবে যদি (সময়ের পরে) জবেহ করে ফেলে তাহলে
পুরো গোশত সদকা করে দিতে হবে কুরবানী দাতা খেতে পারবে না। এক্ষেত্রে গোশতের মূল্য
যদি জীবিত পশুর চেয়ে কমে যায় তাহলে যে পরিমাণ মূল্য কমলো তা-ও সদকা করতে হবে।-بدائع ৪/২০২, الدر المختار ৬/৩২০-৩২১
২।কুরবানীর পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবেহ না করে জীবিত সদকা করে
দেওয়া উত্তম। যদি সদকা না করে তবে কুরবানীর পশুর সাথে বাচ্চাকেও জবেহ করবে এবং সে
বাচ্চার গোশত সদকা করে দিবে।
-قاضيان ৩/৩৪৯,عالمغيرية ৫/৩০১, رد المحتار ৬/৩২৩
৩।মৃতের পক্ষ থেকে কুরবানী করা জায়েয। মৃত
ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানী হিসেবে গণ্য হবে। কুরবানীর
স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয়-স্বজনকেও দিতে পারবে। আর
যদি মৃত ব্যক্তি কুরবানীর ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে
না। গরীব-মিসকীনদের মাঝে সদকা করে দিতে হবে। -مسند احمد ১/১০৭, হাদীস নং ৮৪৫, رد المحتار ৬/৩২৬, قاضيخان
৩/৩৫২
Youtube link
https://www.youtube.com/c/jaalhaq
Blog
https://myjaalhaq.blogspot.com/
Facebook Link
https://www.facebook.com/Jaalhaqbd
https://www.facebook.com/groups/jaalhaqbd
Instagram Link
https://www.instagram.com/jaalhaq.bd/
কোন মন্তব্য নেই