আরাফার রোজা কখন? আরাফা দিবসের রোজার নিয়ত। আরাফাহ রোজার তারিখ।

 

আরাফার রোজা কখন? আরাফা দিবসের রোজার নিয়ত। আরাফাহ রোজার তারিখ।



আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনে সিয়াম পালনের ফজিলতের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- আমি মনে করি, আরাফার দিনে সিয়াম পালনে আল্লাহতায়ালা বিগত বছরের গুনাহ ও আগামী বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। (সহীহ মুসলিম: হাদিস ১১৬২)

সুতরাং শুধু ১টি রোজা রাখলেই আপনার ২ বছরের গুনাহ মাফ।

আরাফার দিন যদি সৌদি আরবের হিসাবে ধরি তাহলে আগামী ১৯ জুলাই ২০২১ রোজ সোমবার বাংলাদেশে রোজা রাখতে হবে। আর যদি ৯ই জিলহজ্ব হিসেবে আরাফাহ দিবস ধরি তাহলে ২০ জুলাই মঙ্গলবার রোজা রাখতে হবে। এমনিতেই জিলহজ্বের প্রথম ৯ দিন রোজা রাখার বিশেষ ফজিলত আছে তাই এত বিতর্কে না গিয়ে নিরাপদ হল ১৯ জুলাই সোমবার ১টি রোজা রাখা এবং ২০ জুলাই মঙ্গলবার ১টি রোজা মোট ২টি রাজা রাখা।তাহলে আর আরাফার দিবসের রোজা হল কি হলনা এই সন্দেহ বাকি থাকবে না।

যারা ২টি রোজা রাখার নিয়ত করেছেন তারা আগামী রবিবার ও সোমবার রাতে সেহেরী খাবেন রাত ৩টা ৪০ মিনিটের মধ্যে সেহেরী খাওয়া শেষ করবেন। আর নিয়ত হল অন্তরের খাটি ইচ্ছা তবুও বাংলায় নিয়ত করে নিবেন আমি আগামীকাল আরাফার দিনের রোজা রাখার নিয়ত করছি হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.