কোরবানীর পশু জবাই করার নিয়ম । পশু জবাই করার সময় যে ভুল করলে গোস্ত হারাম হয়ে যায়
কোরবানীর পশু জবাই করার নিয়ম
১০টি গুরুত্বপূণ প্রশ্নের উত্তর
প্রঃ ১।হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কসাই দ্বারা কি কুরবানী পশু জবেহ করা যাবে?
উঃ
যিনি জবাই করবেন তাঁকে মুসলমান কিংবা আহলে কিতাব হওয়া শর্ত। সুতরাং হিন্দু বৌদ্ধ জবেহ
করলে হালাল হবে না তবে আহলে কিতাব অর্থ্যাৎ ইহুদী খ্রিষ্টান যদি বিসমিল্লাহি আল্লাহু
আকবার বলে জবেহ করে তা জায়েজ হবে। তবে উত্তম হল মুসলমান লোক দ্বারাই জবেহ করানো।
প্রঃ ২। জবেহ কারীকে কি জবেহ করার আগে অজু করা জরুরী
উঃ
জানোয়ার হালাল হওয়ার জন্য পবিত্রতার কোন সম্পক বা শর্ত নাই। জবেহ কারীকে বাঅজু হওয়া বাগোসল হওয়া জরুরী নয়। যদি
কেহ জানাবাতের হালতেও জানোয়ার জবেহ করে দেয় তাহলেও জানোয়ার জবেহ হালাল হবে। তবে জবেহকারী
বাঅজু বাগোসল হওয়া উত্তম।
প্রঃ৩।মহিলারা কি জবেহ করতে পারবে?
উঃ
জবেহ করার ব্যপারে নারী পুরুষ কোন ভেদাভেদ নাই, নারীরাও জবেহ করতে পারবে পুরুষরাও জবেহ
করতে পারবে।
প্রঃ৪।নাবালেগ বাচ্চারা কি জবেহ করতে পারবে?
উঃ
জবেহ করার জন্য বালেগ হওযা শর্ত নয় সুতরাং কোন নাবালেগ বাচ্চাও যদি জবেহ করে দেয় তা
হালাল হবে।
প্রঃ৫।জবেহ করার আগে কি করতে হবে?
ক)ছুরি
ধার করে নিতে হবে
খ)এক
পশুর সামনে অন্য পশু জবেহ করবেন না
গ)পশুকে
বাম পাশে শোয়াবেন, সে সময় পশুর পাগুলি পশ্চিম দিকে থাকবে।
ঘ)জবেহের
আগে পানি খাওয়াবেন, পিপাসাথ অবস্থায় জবেহ করা উচিত নয়
প্রঃ ৬।জবেহের সময় কয়টি রগ কাটতে হবে?
উঃ
প্রত্যেক জানোয়ার ৪টি রগ যেমন ১টি খাদ্য নালি ২টি রক্ত নালী ১টি শ্বাস নালি এই ৪টি
রগ কাটা জরুরী, ৪টি রগ থেকে কমপক্ষে ৩টি কাটা যেতে হবে
প্রঃ ৭।জবেহের সময় কি যারা পশু ধরে সকলকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে
হবে?
উঃপশুকে
যারা ধরেন সকলকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে না, তবে যদি একটি পশুকে জবেহ করার
সময় ছুরি ২ জন বা ৩ জনে ধরে বা ১ জন কিছু জবেহ করল অন্য জন এসে বাকী অংশ জবেহ করল তাহলে
যতজনই ছুরি ধরবে জবেহ করবে প্রত্যেককেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে নতুবা সে
পশু হালাল হবে না। বরং মৃত পশু বলে গন্য হবে।
যারা
পা ধরবে বা অন্য কোন অংশ ধরবে তাদের সকলকে তকবীর বলা জরুরী নয় বরং যারা জবেহের কাজে
শরিক হবে তাদেরকে অবশ্যই তকবীর বলতে হবে।যদি ইচ্ছাকৃত জবেহ কারীর কোন একজন তকবীর বলা
ছেড়ে দেয় তাহলে সে পশু মৃত বলেই গন্য হবে। সে জবেহ শুদ্ধ ও হালাল হবেনা। তাই এ ব্যপারে
খুবই সাবধান থাকতে হবে।-রদ্দুল মুহতার ৬/৩৩৪
প্রঃ ৮।জবেহ করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার কতটুকু আওয়াজে পড়তে হবে?
উঃ
যতজন জবেহ করবে প্রত্যেকে কমপক্ষে এতটুকু আওয়াজে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে
যাতে অন্তত নিজ কানে সে আওয়াজ শুনতে পায়।
প্রঃ ৯।জবেহ করার কতক্ষন পর চামড়া খসানো যাবে?
উঃ
জবেহ করার পর পশু সম্পূণ ঠান্ডা বা শান্ত হয়ে গেলেই চামড়া খসানোর কাজ শুরু করবেন, প্রাণ
সম্পূণ বের হওয়ার আগে চামড়া কাটা যাবেনা।
১০। প্রঃ কুরবানীর পশু জবেহের সময় কি কুরবানী দাতার উপস্থিত থাকতে হবে
কোন মন্তব্য নেই