কুরবানীর গোস্ত কতদিন খাওয়া যাবে? ৩দিনের বেশী খাওয়া যাবে কিনা
কুরবানীর গোস্ত কতদিন খাওয়া যাবে?
কুরবানীর
গোস্ত কতদিন পযন্ত খেতে পারবেন তার কোন সীমাবদ্ধতা নাই, আপনি যতদিন ইচ্ছা রেখে খেতে
পারেন।
-হজরত সালামা ইবনে
আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেছেন, তোমাদের যে লোক কুরবানি করেছে, সে যেন তৃতীয় দিনে এমন অবস্থায়
সকাল অতিবাহিত না করে যে, তার ঘরে কুরবানির গোশতের কিছু থেকে যায়।
পরবর্তী বছর
সাহাবিগণ বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমরা কি তেমন করব, যেমন
গত বছর করেছিলাম? তখন তিনি (রাসুলুল্লাহ) বললেন-
‘তোমরা নিজেরা খাও,
অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখ। কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অনটন। তাই আমি
চেয়েছিলাম, তোমরা তাতে সহযোগিতা কর।’ (বুখারি, মুসলিম)
কোন মন্তব্য নেই