৭টি বড় দুঃসংবাদ। নামাজিরা সাবধান। বেনামাজির শাস্তি।


৭টি বড় দুঃসংবাদ। নামাজিরা সাবধান। বেনামাজির শাস্তি।


(ইন্নাস সালাতা তানহা আনিল ফাকশায়ে ওয়াল মুনকার) নামাজ এমন এক এবাদত যা মানুষকে অশ্লিল কাজসমুহ থেকে বিরত রাখে

 

আমরা নামাজ না পড়ার জন্য বাহানা তালাশ করি আর বলি-

অন্ধকার বেশী তাই মসজিদে যায়নি, গরম বেশী তাই মসজিদে যায়নি, কবরের অন্ধকার কি ভুলে গেলেন? জাহান্নামের গরম কি ভুলে গেলেন?

 

হযরত আবদুল কাদের জিলানী (রহঃ) এর মতে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নাই

 

হযরত সুলতান বাগু (রহঃ) বলেন- বেনামাজি থেকে শুকরও পানাহ চায়

 

হযরত সেখ সাদী সিরাজি (রহঃ) বলেন- বেনামাজিকে কর্জ দিও নাযে আল্লাহর কর্জ আদায় করে না সে তোমার কর্জ কিভাবে পরিশোদ করবে?

 

আজ অসংখ্য মুসলমান শুধু জুমার নামাজ পড়ে বাকী অন্যান্য নামাজ পড়েনা, আর এই না পড়াটাকে কোন অপরাধও মনে করেনা।

 

আমরা হত্যা করাকে বড় গুনাহ মনে করি অথচ নামাজ ছেড়ে দেয়ো হত্যা থেকেও বড় অপরাধ

আমরা জেনা করাকে বড় গুহান মনে করি অথচ নামাজ ছেড়ে দেয়া জেনা থেকেও বড় অপরাধ

 

আমরা ঘুষ দেয়াকে বড় গুনাহ মনে করি অথচ নামাজ ছেড়ে দেয়া ঘুষ থেকেও বড় অপরাধ

 

শয়তানের কি অপরাধ সে মরদুদ হয়ে গেল?

সে কি শিরিকি করেছে? সে কি জেনা করেছে? সে কি খুন খারাবি করেছে? সে কেন মরদুদ হয়েছে? কারন সে মাত্র ১টি সিজদা করতে অস্বিকার করেছে তাই সে লানতি মরদুদ হয়ে গেছে, আজ আমরা রাত দিন কত বার সিজদাকে ইনকার করছি তার হিসাব নাই

 

আপনি সপ্তাহে ৭দিন ১টা সেজদাও করেননি ৮ম দিন জুমাতে মাথায় টুপি লাগিয়ে মসজিদে এসেছেন, আপনি কি শুধু ৮ম দিন খাবার খান? আপনি কি শুধু ৮ম দিন পানি পান করেন? আপনি কি ৮ম দিন স্বাশ প্রশ্বাস নেন? আপনি কি ৮ম দিন সুর্যের আলো দ্বারা উপকৃত হন? প্রতিটি মুহুর্ত আল্লাহর নেয়ামতে ডুবে আছেন আর দিনে ওয়াক্ত বার সারা জাহানের বাদশা এত বড় বাদশা আপনাকে ডাক দিচ্ছেন আপনি জবাব দেননা, আপনার  কি একটুও ভয় নাই, যদি আপনাকেও শয়তানের মত মরদুদ বানিয়ে দেয়া হয়?

 

আজ যদি আপনাকে সামান্য একজন নেতা ডাক দেয় জুতা ছাড়া দৌঁড় দিবেন, যদি থানার ওসি ডাক দেয় ভাত পাত থেকে খানা ছেড়ে দৌড় দিবেন, আর এত বড় বাদশা ডাকছে আপনার সেদিকে খেয়ালই নাই

 

আমরা দুনিয়ার সব কাজকে প্রাধান্য দিয়ে সবশেষে নামাজে যাই, অথচ একজন মুসলমান হিসাবে যখনই নামাজ কাজ এক সাথে আসে তখন আগে নামাজকে অগ্রাধিকার দিতে হবে তারপর কাজ করতে হবে তাহলে আল্লাহ তায়ালা সে কাজে বরকত দান করবেন

 

এক কামার এর ঘটনা: সে মৃত্যু বরণকরার অনেক বছর পর কোন কারনে তার কবর খুলে গেল তখন দেখা গেল তার কবরে তার লাশ একেবারে তরতাজা, কাফনেও ময়লা লাগেনি, লোকজন তার কবর আবার ঢেকে দিল এবং তারা আরো আশ্চর্য্য হল যে তার কবর থেকে খুশবু বের হচ্ছে, তখন তারা সে লোকের স্ত্রীর কাছে গিয়ে প্রশ্ন করল তার কি আমল ছিল, তার স্ত্রী বলল আমার স্বামী তেমন কোন আমল করতেন না তবে তিনি কামারের কাজ করতেন তিনি যখনই কামারের কাজ করতেন যখন আযানের শব্দ শুনতেন তখন তিনি যে হাতুরি তুলেছেন সেটা আর মারতেন না, মাটিতে রেখে দিতেন আর মসজিদে চলে যেতেন, আর তার আমলের কারনে হয়ত আল্লাহ তায়ালা তাকে সম্মান দান করেছেন

 

ফেরেশতারা জাহান্নামীদের প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামে এসেছ? তখন জাহান্নামীরা উত্তর দিবে(লাম নাকুম মিনাল মুছাল্লিন)আমরা নামাজি ছিলাম না তাই আজ আমাদের অবস্থা সে জন্য আমাদের উচিত অত্যন্ত গুরুত্ব আন্তরিকতার সাথে নামাজ আদায় করা

 

যারা সপ্তাহে শুধু জুমার নামাজে হাজির হয় তারা বেনামাজি হিসেবেই গন্য আর তাদের জন্য আরো ৭টি বড় বড় দুঃসংবাদ হল-

 

১। তার হায়াত কমে যাবে

২।তার চেহেরা থেকে নুরানিয়ত ছিনিয়ে নেয়া হবে

৩।যে নামাজ পড়েনা সে অন্য যতই ভালো কাজ করুক তা থেকে বরকত উঠে যাবে

৪।বে নামাজি যত দোয়া করে তা আসমান ও জমিনের মাঝে লটকে থাকে

৫। বে নামাজির জন্য আরো বড় মসিবত হল কোন হুজুর বা বড় বুযুগ যদি তার জন্য দোয়া করে সে দোয়াও কবুল হয়না

৬। বে নামাজির ৬ষ্ঠ মসিবত হল তার রুজি রোজগার থেকে বরকত তুলে নেয়া হয়।

 

সবশেষ মসিবত আল্লাহ সুরা মাউনেই বলে দিয়েছেন যারা নামাজের ব্যপারে বেখবর তাদের জন্য দুর্ভোগ।

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

অতএব দুর্ভোগ সেসব নামাযীর, [সুরা মাউন১০৭:]

الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; [সুরা মাউন১০৭:]

আল্লাহ তায়ালা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ খুব আগ্রহের সাথে আন্তরিকতার সাথে খুশি মনে আদায় করার তৌফিক দান করুন। আমিন

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.