আল্লাহ ১৯ শ্রেণির লোককে পছন্দ করেন না
আল্লাহ ১৯ শ্রেণির লোককে পছন্দ করেন না
সম্মানিত
দর্শক শ্রোতাবৃন্দ আল্লাহ তায়ালা মোট ১৯ প্রকার লোককে অপছন্দ করেন যাদের ব্যপারে
কুরআন ও হাদীসে বিস্তারিত বয়ান আছে- কুরআনে আছে ১০ প্রকার লোকের বর্ণনা আর হাদীসে
আছে ৯ প্রকার লোকের বর্ণনা।
১।আল্লাহ
সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না যেমন এরশাদ হয়েছে
إِنَّ
اللّهَ
لاَ
يُحِبِّ
الْمُعْتَدِينَ
নিশ্চয়ই
আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। [সুরা বাকারা - ২:১৯০]
২।অবিশ্বাসী
ও পাপিকে আল্লাহ পছন্দ করেননা এরশাদ করেন
وَاللّهُ
لاَ
يُحِبُّ
كُلَّ
كَفَّارٍ
أَثِيمٍ
আল্লাহ
পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে। [সুরা বাকারা - ২:২৭৬]
৩।আল্লাহ
অত্যাচারীকে ভালবাসেননা এরশাদ হয়েছে
وَاللّهُ
لاَ
يُحِبُّ
الظَّالِمِينَ
আল্লাহ
অত্যাচারীদেরকে ভালবাসেন না। [সুরা ইমরান - ৩:৫৭]
৪।আল্লাহ
বিশ্বাসঘাতক পাপীকে পছন্দকরেন না- বর্ণিত আছে
إِنَّ
اللّهَ
لاَ
يُحِبُّ
مَن
كَانَ
خَوَّانًا
أَثِيمًا
আল্লাহ
পছন্দ করেন না তাকে, যে বিশ্বাস ঘাতক পাপী হয়। [সুরা নিসা - ৪:১০৭]
৫।কারো দোষ
প্রচারকারীকে আল্লাহ পছন্দ করেননা। এরশাদে বারী তায়ালা
لاَّ
يُحِبُّ
اللّهُ
الْجَهْرَ
بِالسُّوَءِ
مِنَ
الْقَوْلِ
إِلاَّ
مَن
ظُلِمَ
وَكَانَ
اللّهُ
سَمِيعًا
عَلِيمًا
আল্লাহ কোন
মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা
আলাদা। আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ। [সুরা নিসা - ৪:১৪৮]
৬। আল্লাহ
ফাসাদসৃষ্টিকারীদের পছন্দ করেন না
وَاللّهُ
لاَ
يُحِبُّ
الْمُفْسِدِينَ
আল্লাহ
অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। [সুরা মায়েদা - ৫:৬৪]
৭। আল্লাহ
অপব্যয়কারীকে পছন্দ করেন না এরশাদ হয়েছে
وَلاَ
تُسْرِفُواْ
إِنَّهُ
لاَ
يُحِبُّ
الْمُسْرِفِينَ
অপব্যয় করো
না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। [সুরা আরাফ - ৭:৩১]
৮। আল্লাহ
অহংকারীদের পছন্দ করেন না কুরআনে বর্ণিত আছে
إِنَّهُ
لاَ
يُحِبُّ
الْمُسْتَكْبِرِينَ
নিশ্চিতই
তিনি অহংকারীদের পছন্দ করেন না। [সুরা নাহল - ১৬:২৩]
৯। আল্লাহ
দম্ভকারীদেরকে পছন্দ করেন না যেমন এরশাদ হয়েছে
إِنَّ
اللَّهَ
لَا
يُحِبُّ
الْفَرِحِينَ
আল্লাহ
দাম্ভিকদেরকে ভালবাসেন না। [সুরা কাসাস - ২৮:৭৬]
১০। আল্লাহ
দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না যেমন বর্ণিত আছে
إِنَّ
اللَّهَ
لَا
يُحِبُّ
كُلَّ
مُخْتَالٍ
فَخُورٍ
নিশ্চয়
আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। [সুরা লুকমান - ৩১:১৮]
হাদীসের
আলোকে আল্লাহর অপছন্দনীয় ব্যক্তি
মাজমাউয
জাওয়ায়েদ ১ম খন্ডের ৩০২ নং পৃষ্ঠার হাদীস- হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত রাসুলুল্লাহ
(দ) ফরমান আল্লাহ মাল নষ্টকারী, বেশী প্রশ্নকারী, এবং বিতর্ককারীকে পছন্দ করেন না।
মাজমাউয
জাওয়ায়েদ ৮ম খন্ডের ৭৫ পৃষ্ঠার হাদীস- হযরত আলী (রা) বয়ান কনে রাসুলুল্লাহ (দ)
এরশাদ করেন আল্লাহ মুর্খ বৃদ্ধ, অত্যাচারী বাদশা এবং অহংকারী ফকিরকে পছন্দ করেন
না।
মুজামুল
কবির এর ১ম খন্ডের ১৬৫ নং হাদীস- হযরত উসামা বিন জায়েদ (রা) বয়ান করেন রাসুলুল্লাহ
(দ) এরশাদ করেন আল্লাহ অসৎ চরিত্র এবং অশ্লিলভাষিকে পছন্দ করেন না।
আল্লাহ পিতা
মাতার নাফরমানকেও পছন্দ করেন না।
আমাদের ইউটিউব চ্যানেলসমুহের লিংক: সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল
1) https://www.youtube.com/c/jaalhaq
2) https://www.youtube.com/allbangla1
3) https://www.youtube.com/c/Allahwalamedia
4) https://www.youtube.com/channel/UCpM_MlVrvE59Qia2XESn9AQ
আমাদের ব্লগ সমুহ
https://myjaalhaq.blogspot.com/
https://allbangladua.blogspot.com
আমাদের ফেসবুক পেজসমুহ
https://www.facebook.com/Jaalhaqbd
https://www.facebook.com/AllBanglaDua
https://www.facebook.com/karamatbd
আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/jaalhaqbd
ইনস্টাগ্রাম
https://www.instagram.com/jaalhaq.bd/
কোন মন্তব্য নেই