রাসুলুল্লাহ (দ) ঘরের কোন কাজ নিজে করতেন?
রাসুলুল্লাহ (দ) ঘরের কোন কাজ নিজে করতেন?
বুখারী শরীফের ৬৭৬ নং হাদীস
عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ
مَا كَانَ النَّبِيُّ
صلى الله عليه وسلم يَصْنَعُ فِي بَيْتِهِ قَالَتْ
كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ
ـ تَعْنِي خِدْمَةَ
أَهْلِهِ ـ فَإِذَا حَضَرَتِ
الصَّلاَةُ خَرَجَ
إِلَى الصَّلاَةِ.
আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘরে থাকা অবস্থায় কি করতেন? তিনি বললেন, ঘরের কাজ-কর্মে ব্যস্ত থাকতেন। অর্থাৎ পরিজনের
সহায়তা করতেন। আর সালাত (নামায/নামাজ)-এর সময় এতে সালাতে চলে যেতেন।
সহিহ আল আদাবুল মুফরাতের ২১৫ নং হাদীস
وَعَنْ عُرْوَةَ
قَالَ سَأَلَ رَجُلٌ
عَائِشَةَ هَلْ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ
نَعَمْ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يَخْصِفُ نَعْلَهُ،
وَيَخِيطُ ثَوْبَهُ،
وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ
فِي بَيْتِهِ رَوَاهُ
الْبُخَارِيُّ
উরওয়াহ বলেন, আয়েশা (রাঃ)-কে
এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কি ঘরে কাজ করতেন?’ তিনি বললেন, ‘রাসূলুল্লাহ
(দ) স্বহস্তে কাপড় পরিষ্কার করতেন, দুধ দোহাতেন এবং নিজের খেদমত নিজেই করতেন। অন্যনা্য
পুরুষরা যেমন নিজেদের বাড়ীতে কাজ করে, অনুরূপ তিনিও তাঁর কাপড়ে তালি লাগাতেন এবং জুতো
সিলাই করতেন।
উম্মাহাতুল মুমিনিনগন
বলেন আমরা ৯ জন বিবি হুজুরের খেদমত করতাম কিন্তু মনে হতে হুজুর (দ) নিজেই আমাদের
খেদমত করছেন।
এমনকি হুজুর (দ) কখনো
আটা মলতেন অথবা নিজে রুটি পুড়তেন। স্ত্রীদের কাজে সাহায্য করতেন এমনকি কোন স্ত্রী
ঘোড়াতে উঠতে না পারলে হুজুর (দ) নিজের হাঁটু মোবারক গেড়ে দিতেন আর উম্মাহাতুল মুমিনীন
(রা) হুজুরের রানের উপর পা দিয়ে ঘোড়ার উপর চরতেন।
কোন মন্তব্য নেই