স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? স্বপ্নের তাবির। স্বপ্নের ব্যাখ্যা
স্বপ্নে নিজের
বিয়ে দেখলে কি হয়? স্বপ্নের তাবির। স্বপ্নের ব্যাখ্যা
যারা বিয়ে করেনি তারাও নিজের বিয়ে স্বপ্নে
দেখে আবার যারা বিয়ে করেছেন তারাও নিজের বিয়ে স্বপ্নে দেখেণ, আর চিন্তা করেন কি হতে
পারে এর তাবির?
এ ব্যপারে আজ আমি ২টি কথা আরজ করব।
প্রথমত- বিয়ে হতে দেখা যেমন বর যাত্রী
দেখা, আকদ হতে দেখো, বিয়ে অনুষ্ঠানে যে সব কার্যক্রম হয় সেগুলি দেখা আর সে অনুভব করে
যে এটা তার বিয়ে হচ্ছে, কোন কোন সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করে বিয়ে করার
আকাংখা করে তাহলে হতে পারে এটা তার চিন্তা ভাবনারই রিফ্লেকশেন। কেননা যা চিন্তা করা
হয় কখনো কখনো তা স্বপ্নেও চলে আসে।
এর আরেকটি তাবির হল আল্লাহর হকুমে সে অতি
সহসাত বিয়ে করবে। এটাতো হল যে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা।
আর যে ব্যক্তি আগেই বিয়ে করেছে, সে যদি
বিয়ে স্বপ্নে দেখে সেক্ষেত্রে পুরুষ ও মহিলা স্বপ্নের মধ্যে পাথক্য আছে।
যদি কোন বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে
তার বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা হল তার সার্বিক অবস্থা উন্নত হবে, তার ব্যবসা, চাকরী,
কাজ কারবারে উন্নতি হবে, বিশেষ করে তার খান্দান থেকে সে কল্যাণ লাভ করবে।
যদি কোন বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে
তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যখ্যা হল কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখিন হবেন।
thanks
উত্তরমুছুনThis blog is very useful to everyone and check this best or
উত্তরমুছুনRomantic Love
Post Code Ctg
Post Code Dhaka
Life Love