তাহাজ্জুদের ফজিলত ও বরকত
লোক লাখবার বলুক এটা অসম্ভব
কিন্তু আমি তাহাজ্জুদে
তকদীর পরিবর্তন হতে দেখেছি
কথা তাহাজ্জুদের তাই একটু
মহব্বতের কানে শ্রবণ করুন, তাহাজ্জুদের নামাজ সে একক নামাজ, যা মুয়াজ্জিনের নয় বরং
অন্তরের আযানে পড়া হয়।
তাহাজ্জুদের সময় যদি চোখ
খুলে যায় বুঝে নিন ডাক আসমান থেকে এসেছে
জানেন প্রশান্তি কিসে?
নিজের রবের সাথে একলা বসে কথা বলা আর সে সুযোগ তাহাজ্জুদে আছে
জানেন মহব্বত কি? তাহাজ্জুদ
অনেক বড় দলিল আপন রবের সাথে মহব্বতের
যখন তোমার কোথাও আর আশা
বাকী থাকেনা, তখন তিনি তোমায় তাহাজ্জুদে তুলে দেন, আর এক নতুন আশায় জুড়ে দেন, তখন তুমি
জানতে পার যা দিনের আলোতে সমাধান সম্ভব ছিলনা তা রাতের অন্ধকারে তাহাজ্জুদের বরকতে
সমাধান হয়ে যায়
তুমি কি মনে কর? যখন আল্লাহ
রাতকে বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন, আর সকলে যখন সুখে নিদ্রায় বিভোর, তখন তোমাকে কি
বিনা কারনে আল্লাহ তাহাজ্জুদে দাঁড় করিয়ে দিয়েছেন? না ! এই দাঁড় করানো আল্লাহর পক্ষ
থেকেই হয়েছে।
তুমি তাহাজ্জুদ পযন্ত নিজে
নিজে যাওনা-- বরং তাহাজ্জুদকে তোমার নিকট পৌঁছানো হয়, তুমি সিজদাকে নিজে পছন্দ করনা,
বরং তোমাকে সিজদার জন্য কবুল করা হয়েছে।
লোক লাখবার বলুক এটা অসম্ভব,
কিন্তু আমি তাহাজ্জুদে তকদীর পরিবর্তন হতে দেখেছি
তাহাজ্জুদের দ্বারা ভাগ্য
বদলে যাবে, রাতে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করে দেখ
আল্লাহ মনের কথাও শুনে
নেন চাই তা মুখের দ্বারা উচ্চারিত হউক কিংবা না হউক।
যে গল্প তাহাজ্জুদ পযন্ত
পৌছে যায় সে গল্প আর অসম্পূর্ণ থাকেনা, তাহাজ্জুদে বয়ে যাওয়া প্রতিটি চোখের ফোটা আল্লাহকে
কুন বলতে সুপারিশ করে।
প্রভু তাকেই দান করেন যে
একিনের সাথে চাইতে থাকে, যেখানে একিনের চেয়ে হতাশা প্রাধান্য পায় সেখানে হাত খালি থেকে
যায়
কোন মন্তব্য নেই