নামাজ শিক্ষা। নামাজের মাসায়ালা। নামাজের নিয়ম

 

হুডি পরে নামাজ পড়লে কি হয়?



কাপড়ের মধ্যে শীতকালে অধিকাংশ লোক হুডি অথ্যাৎ টুপি ওয়ালা জামা পরিধান করে, এখন নামাজের সময় অনেকে এই টুপি দিয়ে নামাজ পড়ে আবার অনেকে েএই টুপি পিছনে ঝুলিয়ে রেখে নামাজ পড়ে এ ব্যপারে শরীয়তের হকুম আজ জানব

মনে রাখবেন আল্লাহ তায়ালা সুরা আরাফে এরশাদ করেছেন হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করে নাও

নামাজে কেবল সতর আবৃত করলেই হবেনা, বরং সুন্দর পোশাকও পরিধান করতে বলা হয়েছে। তাই পুরুষের টুপি ছাড়া নামাজ পড়া কিংবা কনুই খুলে নামাজ পড়া মাকরুহ। হাফ শার্ট পরা অবস্থায় হোক কিংবা আস্তিন গুটানো হোক- সর্বাবস্থায় মাকরুহ। এমন পোশাক পরেও নামাজ পড়া মাকরুহ, যা পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়।

তাই আপনি যদি হুডি পরে যখন নামাজ পড়বেন তখন হুডির টুপিটি মাথায় থাকলেই যেহেতু সুন্দর লাগে তাই হুডির টুপি মাথায় দিয়ে নামাজ পড়া উত্তম, কিন্তু যদি এতে আপনার নামাজে একাগ্রতা নষ্ট হয় কিংবা গরম লাগে তখন যদি হুডির টুপি পিছনে ছেড়ে দিয়ে নামাজ পড়ে নেন তাহলে নামাজ হয়ে যাবে, তবে মাকরুহে তানজিহি হবে অথ্যাৎ গুনাহ হবেনা। তবে উত্তম হল যেভাবে পরিধান করলে আপনাকে সকলে সুন্দর বলে সেভাবে পরিপাটি ভাবে পরিধান করে নামাজ পড়া।


হুডি পরে নামাজ পড়লে কি হয়?



কাপড়ের মধ্যে শীতকালে অধিকাংশ লোক হুডি অথ্যাৎ টুপি ওয়ালা জামা পরিধান করে, এখন নামাজের সময় অনেকে এই টুপি দিয়ে নামাজ পড়ে আবার অনেকে েএই টুপি পিছনে ঝুলিয়ে রেখে নামাজ পড়ে এ ব্যপারে শরীয়তের হকুম আজ জানব

মনে রাখবেন আল্লাহ তায়ালা সুরা আরাফে এরশাদ করেছেন হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করে নাও

নামাজে কেবল সতর আবৃত করলেই হবেনা, বরং সুন্দর পোশাকও পরিধান করতে বলা হয়েছে। তাই পুরুষের টুপি ছাড়া নামাজ পড়া কিংবা কনুই খুলে নামাজ পড়া মাকরুহ। হাফ শার্ট পরা অবস্থায় হোক কিংবা আস্তিন গুটানো হোক- সর্বাবস্থায় মাকরুহ। এমন পোশাক পরেও নামাজ পড়া মাকরুহ, যা পরিধান করে বন্ধু মহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়।

তাই আপনি যদি হুডি পরে যখন নামাজ পড়বেন তখন হুডির টুপিটি মাথায় থাকলেই যেহেতু সুন্দর লাগে তাই হুডির টুপি মাথায় দিয়ে নামাজ পড়া উত্তম, কিন্তু যদি এতে আপনার নামাজে একাগ্রতা নষ্ট হয় কিংবা গরম লাগে তখন যদি হুডির টুপি পিছনে ছেড়ে দিয়ে নামাজ পড়ে নেন তাহলে নামাজ হয়ে যাবে, তবে মাকরুহে তানজিহি হবে অথ্যাৎ গুনাহ হবেনা। তবে উত্তম হল যেভাবে পরিধান করলে আপনাকে সকলে সুন্দর বলে সেভাবে পরিপাটি ভাবে পরিধান করে নামাজ পড়া।


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.