হুজুর (দ) বলেন ৮ প্রকার লোক খুবই ভাগ্যবান

 

হুজুর (দ) বলেন ৮ প্রকার লোক খুবই ভাগ্যবান



১। আবু দাউদ শরীফের ৪২৬৩ নং হাদীস- নবী (আ) ৩বার ফরমায়েছেন যে ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে, সেই সৌভাগ্যবান;

২। সহিহ বুখারীর ৯৯ নং হাদীস- নবী (আ) এর হাদীসের মফহুম যে ব্যক্তি একাগ্রচিত্তে (লা ইলাহা ইল্লাল্লাহ) বলে সে সৌভাগ্যবান

৩।আবু দাউদ শরীফের ৪২১৪ নং হাদীস- নবী (আ) এরশাদ করেন যে ব্যক্তি ফিতনাগ্রস্থ হওয়ার পর যদি সবর করে তাহলে সে খুবই ভাগ্যবান

৪। আবু দাউদ শরীফের ৪৮৯০ নং হাদীস- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অচিরেই আমার উম্মতের মধ্যে মত-পাথর্ক্য ও মতানৈক্য সৃষ্টির ফলে এমন কিছু ফিরকার সৃষ্টি হবে, যারা ভাল কথা বলবে, কিন্তু খারাপ কাজ করবে। তারা কুরআন পাঠ করবে, কিন্তু তা তাদের গলার নীচে যাবে না। বস্তুত তারা দীন থেকে এরূপ বেরিয়ে, যাবে যেরূপ ধনুক থেকে তীর বেরিয়ে যায় এবং তারা তাদের রাস্তা (মতবাদ) থেকে ফিরে আসবে না, যেরূপ নিক্ষিপ্ত তীর নিক্ষেপের স্থানে ফিরে আসে না। তারা সমস্ত মাখলূকের মাঝে এবং সমস্ত মানুষের মধ্যে নিকৃষ্টতম হবে। এরপর যারা (এসব ফিতনাবাজ ফেরকা সৃষ্টিকারীকে) হত্যা করবে, বা তাদের হাতে নিহত হবে- তারা সৌভাগ্যবান। তারা লোকদের আল্লাহর কিতাবের প্রতি আহবান করবে, কিন্তু এর (কুরআনের) সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না। আমার উম্মতের মধ্যে যারা তাদের সাথে যুদ্ধ করবে, তারা আল্লাহ্র কাছে খুবই প্রিয়পাত্র হবে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! তাদের পরিচয় কি? তিনি বলেনঃ তারা হবে মাথা মুণ্ডনকারী।

৫। তিরমিজি শরীফের ২৩৫২ নং হাদীস- নবী (আ) এরশাদ করেন যে লোক হেদায়েত পেয়েছে এবং যতটুকু জিবিকা পেয়েছে তাতে সন্তুষ্ট সে লোক সৌভাগ্যবান।

৬। মিশকাত শরীফের ২২৭০ নং হাদীস- একবার এক বিদুঈন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে জিজ্ঞেস করল, সর্বোত্তম (সৌভাগ্যবান) ব্যক্তি কে? নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ সৌভাগ্যবান সে ব্যক্তি, যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং যার আমলও নেক হয়েছে।

৭। মিশকাত শরীফের ২৩৫৬ নং হাদীস- রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সৌভাগ্যবান হবে সে, যার আমলনামায় ইস্তিগফার বা ক্ষমা চাওয়া বেশি পাওয়া যাবে।

৮। আবু দাউদ এর ৪৬৯৪ নং হাদীস- নবী (দ) বলেন যার তকদীরে সৌভাগ্যবান লিখা হয়েছে তার জন্য ভালো কাজ করা সহজ হবে, আর যার তকদীরে হতভাগা লিখা হয়েছে সে পাপ কাজেই অগ্রসর হবে।

 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.