আমরা দামী মানুষ কিভাবে হব? ৭টি সহজ উপায়।
আমরা দামী মানুষ কিভাবে হব? ৭টি সহজ উপায়।
মানব কল্যাণে খরচ করা
যদি কখনো সিদ্ধান্ত নিতে হয় ২টি বিষয়ে এক দিকে পয়সা আর
অন্য দিকে কেরেকটার, দামী মানুষ হতে চাইলে পয়সাকে বাদ দিয়ে কেরেকটারকে গ্রহণ করতে
হবে।
আপনি যদিও দেখতে পাচ্ছেন না যে তাতে উপকার হচ্ছে কিন্তু
প্রকৃত পক্ষে এতেই আপনার উপকার লুকায়িত আছে।
কারন কি? আসলে আমাদের মাইন্ড আমাদেরকে ধোকা দেয়, যে কোন
ফয়সালাকে সব সময় ঈমানের ভিত্তিতে করবেন। মাইন্ড এর ভিত্তিতে ফয়সালা করবেন না। যদি
আপনি মাইন্ড এর ভিত্তিতে ফয়সালা করেন তাহলে মনে রাখবেন আপনার মাইন্ড ধোকা খাবে।
উদাহারন স্বরূপ আপনার কাছে ১০ হাজার টাকা পরে আছে, আর
আপনার রক্তের সম্পর্কের বোনের খুব টাকার প্রয়োজন, আর তার প্রয়োজন ৮ হাজার টাকা,
যদি আপনি ১০ হাজার থেকে আপনার বোনকে ৮ হাজার দিয়ে দেন তাহলে লজিক্যালি আপনার পয়সা
কমে যাবে। আপনার কাছে বাকী থাকবে ২ হাজার।
কিন্তু আমাদের ধর্ম বলছে যখন তুমি দান করবে তা বৃদ্ধি
পাবে। কিন্তু এখন আপনার মাইন্ড এর ফয়সালা হবে দেয়ার দরকার নাই পয়সা কমে যাবে। তবে
ঈমানের ফয়সালা হল কম হবেনা। কিন্তু কম হবেনা সেটা দুনিয়ার কোন ব্যাংক, কোন
ক্যালকুলেটর, মানতে রাজি হবেনা । কিন্তু আল্লাহ বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি যদি
তুমি আমার রাস্তায় দান কর আমি তা বৃদ্ধি করে ফিরিয়ে দিব।
আপনি যদি এমনটি করেন পয়সা আপনার পিছনে পিছনে দৌড়াবে, যদি
আপনি পয়সার পিছে পিছে দৌড়ান আপনি কামিয়াব হতে পারবেন না।
পয়সাকে গোলাম বানানো
পয়সাকে গোলাম মনে করবেন- এটা ব্যবহারের জিনিষ দেটস অল। এই পয়সা হল কনভার্টেবল, এটাকে আপনার জীবনযাত্রার মানকে সহজ ও সুন্দর করার কাজে ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি আপনার পয়সাকে এভাবে ব্যবহার না করেন, তাহলে এই পয়সাই এক সময় আপনাকে গোলাম বানিয়ে ছাড়বে। তাই পয়সা আছে সামথ আছে হজ্ব করুন, গরীবের মেয়ের বিয়েতে খরচ করুন, নিজের জন্য নিজের স্ত্রী কন্যা পুত্রের জন্য আত্মিয় স্বজনের জন্য খরচ করুন, কার কিনা প্রয়োজন কিনে ফেলুন, এভাবেই পয়সাকে আপনার ব্যবহারের মাধ্যমে গোলাম বানিয়ে রাখুন। পয়সাকে কখনো আপনার কন্ট্রোলার হতে দিবেন না বরং আপনি নিজেই পয়সাকে কন্ট্রোল করা শিখুন।
২টি জিনিষের পিছনে দৌড়াবেন না
কিছু জিনিষ আছে তাদের পিছে দৌড়ানো বোকামি - তার মধ্যে
প্রথম নাম্বার হল পয়সা। নাম্বার দুই হল সুনাম সুখ্যাতি। এ সবের পিছনে যদি আপনি
দৌড়ান আপনি এসবের নাগাল পাবেন না। বরং উল্টা বেইজ্জতি হয়ে যাবেন। বড় বড় লোক মশহুর
হওয়ার চক্করে পরে অপদস্থ হয়। আমাদের মশহুর হওয়ার প্রয়োজন নাই বরং ইজ্জতদার হতে
হবে। বেশী লোকের কাছে মশহুর না হয়ে কম লোকের মধ্যে ইজ্জতদার হওয়াই আফযল।
মনে রাখবেন ইজ্জতওয়ালা রাস্তায় স্পীড কম থাকে কিন্তু
কামিয়াবি ১০০% হবেই হবে।
বিনা পয়সায় হেল্প করা
এমন হাজারো উপায় আছে যা দ্বারা মানুষকে হেল্প করা যায়,
আপনি ২৪ ঘন্টার মধ্যে মানুষকে হাজার ধরনের সহযোগিতা করতে পারেন যাতে আপনার ১ পয়সাও খরচা হবেনা। যেমন কেহ
সহানুভুতি চায়, কেহ অনুপ্রেরণা চায়, কেহ আপনার কাছে সু পরামশ চায়, কেহ দোয়া চায়
এসব করতে আপনার কোন খরচ নাই কিন্তু আপনি এর মাধ্যমে মানুষের কাছে প্রিয় হয়ে যেতে
পারেন।
পজেটিভ ও সিক্স সেন্স
যে সব লোক পজেটিভ লোকজন তার সাথে বেশী মিশতে চায়, নেগটিভ
চিন্তার লোকের সাথে মানুষ মিশতে চায়না।
সিক্স সেন্স ওয়ালা বান্দার সাথে সকলে মোলাকাত করতে চায়,
যাতে তার থেকে কোন টিপস ও ট্রিক্স পাওয়া যায়। কোন ফর্মুলা কোন আইডীয়া অর্জিত হবে।
শোকর করা
নিজের ভিতর শোকরগুজারি পয়দা করুন, বলবেন যা আছে শোকর। এই
একটিভি নিজের মধ্যেও পয়দা করবেন নিজের ঘরের বাচ্চাদের মধ্যেও পয়দা করবেন। মাঝে
মাঝে বসে বসে ১০০টি জিনিষের নাম লিখুন যাতে শোকর আদায় করা দরকার। ১ সপ্তাহ পর আবার
বসুন দেখবেন আরো নতুন নতুন জিনিষ যোগ হবে শোকর করার জন্য। আমাদের মাইন্ড হল টর্চের
মত এই মাইন্ড সেদিকে ফোকাসই দেয়নি ফলে আমরো শোকর গুজার হতে পারিনি।
নিরহংকারী
আপনার কাছে বডি গাড আছে, গাড়ি বাড়ি আছে এতে আপনি অহংকারী
হয়ে যাবেন না এতে আপনি দামী হতে পারবেন না, দামী হওয়ার জন্য বড় কথা হল আপনি হবেন
বড় কিন্তু দেখাবেন ছোট। নম্র মানুষ হউন, ঝুকে যাওয়া মানুষ হউন এতে ফল বেশী লাগে।
মাঝে মাঝে রাস্তার পাশে বসে থাকা ফকির মিসকিন ময়লা কাপড় চোপর পরিধানকারী লোকগুলির
সাথে তাদের মাঝে বসে তাদের পাশে বসে তাদের সাথে গল্প করুন তাদের কুশলাদি জিজ্হেস
করুন তাদেরকে পরামশ দিন, কোন সহযোগিতা লাগলে সামথ মোতাবেক সহযোগিতা দিন। সু পরামশ
দিন দেখবেন আপনার মনের মধ্যে এক আজিব ধরনের অনুভুতি সৃষ্টি হবে। এই আচরন গুলিই
আপনাকে বড় মানুষ বানাবে। এমন আচরন এমন কাজ এমন স্বভাব চরিত্র গঠন করতে হবে যাতে
দেশের রাজত্বি করতে না পারলেও কিছু মানুষের অন্তরে রাজত্বি করা যায়।
কোন মন্তব্য নেই