৫টি গুনাহের ফলে আল্লাহ তৌফিক ছিনিয়ে নেন

 

৫টি গুনাহের ফলে আল্লাহ তৌফিক ছিনিয়ে নেন



হযরত শকীক বিন ইবরাহিম (রহ) বয়ান করেন সৃষ্টি জগতের মধ্যে তৌফিকের দরজা বন্ধ হয়ে যায় ৫টি গুনাহের ফলে।

নাম্বার-১। আল্লাহ তায়ালা যখন কাউকে কোন নেয়ামত দিয়ে থাকেন তখন তার হক হল যিনি নেয়ামত দিয়েছেন সে নেয়ামত দাতার শোকর আদায় করা। আর শোকর আদায় করার অর্থ হল মুখে বলবে (আলহামদুলিল্লাহ আল্লাজি বিনিমাতি তাতিম্মুস সোয়ালিহাত)। আল্লাহ এটা একমাত্র তোমার তৌফিকের দ্বারা হতে পারে। সাথে সাথে সেজদায় যাবে আর  আল্লাহর প্রসংশা করবে।

প্রাপ্ত নেয়ামতকে নেকির কাজে খরচ করবে গুনাহের কাজে খরচ করবেনা।

এই নেয়ামতকে বিতরণ করার জন্য মন বড় করবে।

এভাবেই শোকর করতে হবে। কিন্তু তৌফিকের দরজা তখন বন্ধ হয় যখন যে আল্লাহ এই নেয়ামত দিয়েছেন সে নেয়ামত প্রাপ্ত হয়ে তার নামাজের খবর নাই, কারো উপকারের খবর নাই, কোন গরীব মিসকিনের খবর নাই, দ্বীনের কোন কাজের খবর নাই,

বরং তার সে মালামাল খরচা হয় শরাব ও কাবাবে, সে মালামাল খরচা হয় গুনাহের কাজে,

সে জন্য সৈয়দুনা হাসান বসরীকে প্রশ্ন করা হল কিয়ামতের দিন সবচেয়ে চিৎকার চেচামেচি কে করবে? তিনি জবাব দিলেন যাকে আল্লাহ তায়ালা দুনিয়ায় নেয়ামত দিয়েছেন কিন্তু সে উক্ত নেয়ামত নাফরমানিতে খরচ করেছে।

নাম্বার -২। তৌফিকের দরজা তখন বন্ধ হয়ে যায় যখন মানুষ শুধু সুনাম খ্যাতির পিছনে পাগলের মত দৌড়ায়, আমলের প্রতি তার কোন চিন্তা ফিকির থাকেনা। আল্লাহ তাকে তৌফিক থেকে বঞ্চিত করে দেন।

নাম্বার-৩। আল্লাহর হকুম হল তওবা তাড়াতাড়ি করার, কিন্তু বান্দা তওবা করতে দেরী করে গুনাহের কাজে তাড়াতাড়ি করে, গুনাহের কাজে আজকাল এমন প্রতিযোগীতার ফলে বান্দা তৌফিক থেকে মাহরুম হয়ে যায়।

নাম্বার-৪। বান্দা তৌফিক থেকে মাহরুম হওয়ার আরো ১টি কারন হল ভালো মানুষ আল্লাহ ওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখবে কিন্তু সে আল্লাহ ওয়ালা আলেম বুযুর্গ লোকের নসিহত মোতাবেক আমল করবে না, তাদের সাথে সম্পর্ক এই জন্য রাখবে যেন বিনা আমলে পরকালে পার পেয়ে যায় অথচ জান্নাতি নারীদের সরদার হযরত ফাতেমা (রা) কে নবী করিম (দ) নসিহত করেন হে ফাতেমা দুনিয়ায় আমল কর এই আমলই আখেরাতে তোমার কাজে আসবে।

নাম্বার-৫। যে সব লোক দুনিয়ার পিছনে দৌঁড়ায়,দুনিয়ার ধোকায় পরে আখেরাত বরবাদ করতেও বিন্দুমাত্র সংকোচ করেনা, অবশেষে সে দুনিয়ার লুকমা বনে যায়, দুনিয়ার ধোকায় নিঃষেশ হয়ে যায়,  আল্লাহ তায়ালা এমন লোককে তৌফিক ছিনিয়ে নেন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.