সর্বশ্রেষ্ঠ এবাদতকারী হওয়ার ও সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার নববী ওজিফা
সর্বশ্রেষ্ঠ এবাদতকারী হওয়ার ও সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার নববী ওজিফা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত দশক শ্রোতা মন্ডলী আজকে এমন একটি হাদীসটি উল্লেখ করব যাতে দয়াল নবী
(দ) সবশ্রেষ্ঠ এবাদতকারী এবং সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার ফমুলা বলে দিয়েছেন, হাদীস খানার
রেফারেন্স হল
তিরমিযী শরীফ ২৩০৫, মুসনাদে আহমাদ ৮০৮১, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ২৩৪৯,
, আবু ইয়া'লা ৬২৪০, শুআবুল ঈমান ১১১২৮, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ৮৮৮, আল মু'জামুল আওসাত্ব ৭০৫৪
হাদীসটিতে আল্লাহর প্রিয় হাবিব (দ) গুনে গুনে ৫টি মহা মূল্যবান টিপস দিয়েছেন,
যা প্রত্যেক নারী পুরুষের জন্য জেনে রাখা অত্যন্ত জরুরী এবং এ নববী টিপস গুলি প্রত্যেকের
জন্য খুবই উপকারী।
আবূ হুরাইরা
(রাঃ)
হতে
বর্ণিত
আছে,
তিনি
বলেন,
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম
বলেছেনঃ
এমন
কে
আছে
যে
আমার
নিকট
হতে
এ
কথাগুলো
গ্রহণ
করবে
এবং
সে
মুতাবিক
নিজেও
আমল
করবে
অথবা
এমন
কাউকে
শিক্ষা
দিবে
যে
অনুরূপ
আমল
করবে?
আবূ
হুরাইরা
(রাঃ)
বলেন,
আমি
বললাম,
হে
আল্লাহর
রাসূল
(সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম)।
আমি
আছি। অতঃপর তিনি
আমার
হাত
ধরলেন
এবং
গুনে
গুনে
এ
পাঁচটি
কথা
বললেনঃ
«اتَّقِ
الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ
১. আল্লাহ যা হারাম করেছেন তা হতে বেঁচে থাকো, এতে তুমি হবে মানুষের মাঝে শ্রেষ্ঠ ইবাদাতকারী,
দেখুন সারা রাত এবাদত
করলে, সারা বছর রোজা রাখলে, রাত দিন দান সদকা করলে, প্রতি বছর হজ্ব করলে কিংবা
সারাক্ষন জিকির করলে তাকে শ্রেষ্ঠ ইবাদতকারী বলে আমাদের প্রিয় নবী ঘোষনা করেননি
বরং যে হারাম থেকে যেমন সুদ, ঘুষ, মদ, মৃত প্রাণী, গিবত, মিথ্যা অপবাদ, জুলুম,
জেনা সহ আল্লাহ তায়ালা যা কিছু হারাম করেছেন সে সব হারাম কাজ থেকে বেঁচে থাকবে
মুলত সেই প্রকৃত উত্তম এবাদতকারী।
এর পর নবীজি ২য় ফমুলা
বলেন শ্রেষ্ঠ ধনী হওয়ার ব্যপারে তা হল
وَارْضَ بِمَا قَسَمَ اللَّهُ لَكَ
تَكُنْ أَغْنَى النَّاسِ
২. আল্লাহ তোমার তাকদিরে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে, এতে তুমি হবে মানুষের মাঝে সর্বাপেক্ষা ধনবান,
দেখুন আপনার কাছে যদি কোটি কোটি ডলার থাকে আর
তাতে যদি আপনি সন্তুষ্ট হতে না পারেন বরং আরো পাবার নেশায় ডুবে থাকেন তাহলে আপনি
কোনদিনও ধনী হতে পারবেন না, পক্ষান্তরে যে ব্যক্তির খুব অল্প আয় যে দিন মজুর সে যা
পাই তাতেই সন্তুষ্ট এবং তাতেই সে যদি খুশি হয় এবং আল্লাহর শোকর আদায় করে তাহলে সেই
প্রকৃত ধনী।
وَأَحْسِنْ إِلَى جَارِكَ تَكُنْ
مُؤْمِنًا
(ওয়া আহসিন ইলা জারিকা
তাকুন মুমিনান)
৩. তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, এতে তুমি হবে পূর্ণ ঈমানদার,
وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ
لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا
৪. নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্যও তা পছন্দ করবে, তখন তুমি হবে পূর্ণ মুসলিম এবং
وَلَا تُكْثِرِ الضَّحِكَ فَإِنَّ
كَثْرَةَ الضَّحِكَ تُمِيتُ الْقَلْبَ»
৫. বেশি হাসবে না; কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে।
কোন মন্তব্য নেই