ভ্যালেন্টাইন ডে সহ ১০টি কাজ করলে নবী আকরাম (দ) উম্মত থেকে নাম কেটে দিবেন

 ভ্যালেন্টাইন ডে সহ ১০টি কাজ করলে নবী আকরাম (দ) উম্মত থেকে নাম কেটে দিবেন

(ফামান রাগিবা আন সুন্নাতি ফা লাইছা মিন্নি)



সম্মানিত দশক শ্রোতা মন্ডলী আজ আমি হাদিস শরীফের আলোক এমন ১০টি আমলের কথা বলব যে আমলগুলি করলে দয়াল নবী উম্মতের খাতা থেকে নাম কেটে দিবেন, সুতরাং আমরা যেন ভুলেও এসব আমল বা কাজ না করি তাই সকলের এই ১০টি বিষয় জেনে রাখা ও সতক থাকা দরকার

 

১। ভেলেন্টাইন ডে পালন করলে নবী নিজের উম্মত থেকে নাম কেটে দিবেন

যেমন ২৬৩৮ নং হাদিস

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন কোরো না। (তিরমিজি, হাদিস : ২৬৩৮)

এসব ভালবাসা দিবস সম্পূণ ইহুদী খ্রিষ্টানদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, যার ফলে নবীর উম্মতের খাতা থেকে আমাদের নাম কেটে যাবার সম্ভাবনা ১০০%, তাই কোন ঈমানদার মুসলমান এমন কাজ করতে পারেনা।

 

২) যে ব্যক্তি আমার সুন্নাহের প্রতি বিমুখ, সে আমার উম্মতভুক্ত নয়। (বুখারি, হাদিস : ৪৭৭৬)।

৩) বড়দের সম্মান ছোটদের স্নেহ করেনা উবাদা ইবন সামিত (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, সে আমার উম্মতভুক্ত নয়, যে আমাদের বড়দের সম্মান করে না এবং আমাদের ছোটকে স্নেহ করে না, আর আমাদের আলেমের অধিকার বিষয়ে সচেষ্ট নয়। (মাজমাউজ জাওয়াইদ : ৮/১৪)

৪) যে নারী পুরুষের সঙ্গে এবং যে পুরুষ নারীর সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যেসব নারী পুরুষের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।  (মুসনাদে আহমদ, হাদিস : ৬৫৮০)

৫) যে ব্যক্তি প্রতারণা করে

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, একদিন স্তূপ করে রাখা খাদ্যশস্যের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের ভেতর হাত প্রবেশ করালে আঙুলগুলো ভিজে গেল। স্তূপের মালিককে জিজ্ঞেস করলেন, ব্যাপার কী? মালিক জবাব দিল, হে আল্লাহর রাসুল! বৃষ্টির পানিতে তা ভিজে গিয়েছিল। রাসুলুল্লাহ (সা.) বলেন, তবে তা ওপরে রাখলে না কেন, যেন মানুষ তা দেখতে পায়? যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। (মুসলিম শরিফ, হাদিস : ১০১)

৬) যে ব্যক্তি মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করে

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে আমাদের ওপর (মুসলমানদের বিরুদ্ধে) অস্ত্র তোলে। আর যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে-ও আমাদের দলভুক্ত নয়। (মুসলিম শরিফ, হাদিস : ১০২)

৭) মৃত্যুশোক প্রকাশে যে নারী বিলাপ করে কাঁদে

যারা (মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে) গালে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে বা জাহিলি যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়। (বুখারি, হাদিস : ১২৯৭)

৮)  যে ব্যক্তি সুন্দর স্বরে কোরআন পাঠ করে না

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্দর স্বরে কোরআন পাঠ করে না, সে আমাদের দলভুক্ত নয়। (বুখারি, হাদিস : ৭০১৯)

৯) যে ব্যক্তি ছিনতাই করে

জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যের সম্পদ ছিনতাই করে, সে আমাদের দলভুক্ত নয়। (আবু দাউদ, হাদিস : ৪৩৪০)

১০) যে সামথ থাকা সত্বেও সুন্নত বিবাহ করেনা সে আমার দলভুক্ত নয়।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.