লতার জন্য শাহরুখ খানের দোয়া!এমন দোয়া কি ভালো নাকি হারাম?

 

লতার জন্য শাহরুখ খানের দোয়া!এমন দোয়া কি ভালো নাকি হারাম?




আজ একটা প্রশ্ন অনেকেই করছেন যে ভারতের একজন অমুসলিম গায়িকা লতা মৃত্যু বরণ করেছে আর তাকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একজন মুসলমান তারকা যার নাম শাহরুখ খান সে নাকি তার লাশের সামনে দাঁড়িয়ে সুরা ফাতেহা করে দোয়া করেছে এ কাজটি কতটুকু বৈধ?

এই প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তায়ালা কুরআনেই দিয়েছেন যেমন সুরা তাওবার ১১৩ নং আয়াতে আল্লাহ বলেন

مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُواْ أَن يَسْتَغْفِرُواْ لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُواْ أُوْلِي قُرْبَى مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ

নবী ও মুমিনের উচিত নয় মুশরেকদের মাগফেরাত কামনা করে, যদিও তারা আত্নীয় হোক একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোযখী। [সুরা তাওবা - ৯:১১৩]

কুরআনুল কারিমের আয়াতে এ বিষয়টি সুস্পষ্ট যে, যদি কেউ ঈমানহীন হওয়ার কারণে সুস্পষ্ট জাহান্নামী হয়, যদি সে আত্মীয়ও হয়; তথাপিও তার জন্য মৃত্যুর পর দোয়া করা যাবে না।

মুসলিম উম্মাহর সব আলেম-ওলামা এ বিষয়ে একমত- যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে কিংবা মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জন্য দোয়া করা যাবে। এছাড়া মুসলমান নয়; ঈমানহীন কোনো ব্যক্তির জন্য কোনোভাবেই দোয়া করা যাবে না। অন্য কাউকে দোয়া করতে আদেশ, অনুরোধ করাও যাবে না।

যদি কেউ কোনো অমুসলিমের জন্য দোয়া করে তবে সে নিজেকে হারাম কাজে নিয়োজিত করার কারণে অপরাধী হবে। তবে না জেনে কেউ এমনটি করলে তাওবাহ করে ক্ষমা প্রার্থনা করে নেবে।

আর ক্ষমা প্রাথনার সময় কি দোয়া করবে তাও সুরা হুদের ৪৭ নং আয়াতে আছে

 

رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ

উচ্চারণ : রাব্বি ইন্নি আউজুবিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুমমিনাল খাসিরিন।

অর্থ : হে আমার পালনকর্তা! আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। (সুরা হুদ : আয়াত ৪৭)

আশা করি প্রশ্নকারীরা পবিত্র কুরআনের আলোকে উক্ত আলোচনা থেকে নিজেদের প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকার তাওফিক দান করুন। আমিন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.