২০২২ শবে বরাত কবে? শবে বরাতের চাঁদ দেখে দোয়া। শবে বরাতের দরুদের ওজিফা
২০২২ শবে বরাত কবে? শবে বরাতের চাঁদ দেখে দোয়া। শবে বরাতের দরুদের ওজিফা
সম্মানিত দশক মন্ডলী আজ ২৯ রজব সে হিসেবে শবে বরাত খুবই সন্নিকটে, এ বছর শবে বরাত কত তারিখ হবে, আজ যদি চাঁদ উঠে তাহলে গোটা মাস সুখ শান্তি ও কল্যানের জন্য কি দোয়া করবেন আর শাবান মাসে প্রতিদিন কতবার দরুদ এর ওজিফা করবেন সে বিষয়ে জানতে হলে শেষ পযন্ত আলোচনাটি শুনার অনুরোধ রইল।
হযরত সৈয্যদুনা ইমাম জাফর সাদেক (রহ) ফরমান, যে ব্যক্তি শাবান মাসে প্রতিদিনি ৭০০ বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ করিম কিছু ফেরেশতা নিয়োজিত করে দেন যারা এই দরুদে পাককে রাসুলুল্লাহ (দ) এর বারেগাহে পৌঁছাবে এতে রাসুলুল্লাহ (দ) আনন্দিত হবেন এরপর আল্লাহ পাক সে সব ফেরেশতাদের হকুম দিবেন যে এই দরুদ শরীফ পাঠ কারীর জন্য কিয়ামত পযন্ত দোয়ায়ে মাগফেরাত করতে থাক।
চাঁদ দেখে কি দোয়া করবেন?
হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-
اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক।’ (তিরমিজি, মিশকাত)
এ বছর শবে বরাত কবে হবে?
আজ ৩রা মাচ ২০২২ এবং ২৯ রজব, যদি আজ শাবানের চাঁদ উঠে তাহলে আগামী ১৭ মাচ ২০২২ ইং বৃহস্পতিবার দিবাগত রাত শবে বরাত হবে, আর যদি আগামী কাল ৪ঠা মাচ শুক্রবার চাঁদ উঠে তাহলে আগামী ১৮ মাচ শুক্রবার শবে বরাত হবে।
#shobeboratkobe #sobeborat2022 #শবেবরাত২০২২ #শবেবরাতকবে
কোন মন্তব্য নেই